Image

এটিই কি শেষ বিশ্বকাপ? যা বললেন সাকিব...

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এটিই কি শেষ বিশ্বকাপ? যা বললেন সাকিব...

এটিই কি শেষ বিশ্বকাপ? যা বললেন সাকিব...

এটিই কি শেষ বিশ্বকাপ? যা বললেন সাকিব...

এখন পর্যন্ত হওয়া সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা একজন হলেন সাকিব আল হাসান। আরেকজন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শেষ হওয়ার পথে। তবে এর আগেই বাংলাদেশ নেবে টুর্নামেন্ট থেকে বিদায়। সুপার এইটে ভারতের কাছে হারের পর সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসানকে তাই জিজ্ঞাসা, আরও একটি বিশ্বকাপে তাকে পাওয়া যাবে কি না? এটিই কি সাকিবের শেষ বিশ্বকাপ?

টানা নয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সাকিব আল হাসান বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে বলছিলেন, পরের বিশ্বকাপ নিয়ে নিজের ইচ্ছের কথা‘আশা করব, আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি।’কিন্তু এবার সুর পালটে সাকিব বললেন, 'শেষ কিনা জানি না, সময় হলে সবাই সব জেনে যাবে।' 

বিশ্বকাপের সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে নেমে বাংলাদেশের খেলোয়াড়রা দেখাল অসহায় আত্মসমর্পণ। পুরো ম্যাচজুড়ে ভারতেরই একচ্ছত্র আধিপত্য ছিল। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয়দের কঠিন পরীক্ষায় ফেলতে ব্যর্থ নাজমুল হোসেন শান্তর দল। বিশ্বকাপ সেমিফাইনালে খেলার স্বপ্ন এখানেই শেষ বাংলাদেশের। তবে বাকি আছে আফগানিস্তানের বিপক্ষে কেবল সূচির খেলা। 

ভারত ম্যাচের পর সাকিবের কাছে প্রশ্ন, এটিই কি তার খেলা শেষ বিশ্বকাপ?

'শেষ কিনা জানি না। পৃথিবীতে যেকোনো সময় যেকোনো কিছু হওয়া সম্ভব। এটা তো সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে হবে। এগুলো এখানে আলোচনার বিষয় না। সময়ের সাথে সাথে আলোচনা হতে পারে। বলেছিলাম তখন পর্যন্ত চিন্তা। চিন্তা পরিবর্তন হতেই পারে। এগুলো নিয়ে আমি চিন্তিত না।'

'সামনে অনেক বিরতি আছে। নিজের উপর মনোযোগ দেওয়া যাবে। দলে প্রয়োজনীয়তা, দল যদি মনে করে দরকার আছে, আমি যদি মনে করি আমাকে দলে দরকার আছে, আমিও সেভাবে ইচ্ছা আছে, সব ঠিকঠাক থাকলে এটা খেলার বিষয়। উপভোগ না করলে তো খেলার বিষয় না। এগুলো সময়ের ব্যাপার। অনেক বড় গ্যাপ আছে। এখন টেস্ট বেশি খেলা হবে। স্বাভাবিকভাবে ফোকাস ওদিকেই চলে যাবে। সময়ের উপরই ছেড়ে দেই। সময় হলে সবাই সব জেনে যাবে।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three