রংপুর রাইডার্স থেকে এখনও 'বিপিএলের টাকা' পান ইমরান তাহির
- 1
অবসরের পরেও মাঠে, প্রশ্নের মুখে মুশফিক-রিয়াদ : প্রশ্নবিদ্ধ ক্রিকেট নীতি ও নৈতিকতা
- 2
নেওয়াজকে বিশ্বসেরা বললেন পাক কোচ, কূটনৈতিক জবাব দিলেন ভারতীয় কোচ
- 3
রবিনের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে ৭ উইকেটে হারালো ঢাকা মেট্রো, বগুড়ায় পরিত্যাক্ত রংপুর-সিলেট ম্যাচ
- 4
জাকেরের কণ্ঠে আত্মসমালোচনা, আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
- 5
বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে কাজ শুরু করলেন সাইমন টফেল

রংপুর রাইডার্স থেকে এখনও 'বিপিএলের টাকা' পান ইমরান তাহির
রংপুর রাইডার্স থেকে এখনও 'বিপিএলের টাকা' পান ইমরান তাহির
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন প্রোটিয়া বোলার ইমরান তাহির। বিপিএলের সর্বশেষ আসরে রংপুরের কালো-নীল জার্সিতে মাঠ মাতিয়েছেন তাহির। তবে চুক্তির সব টাকা ফ্রাঞ্চাইজিটি এখনও পরিশোধ করেনি বলে জানিয়েছেন নিজেই।
এবারের গ্লোবাল সুপার লিগ আসরে খেলছে রংপুর রাইডার্স। সেখানে রংপুরের হয়ে না খেলে বরং গায়ানার হয়ে খেলছেন ইমরান তাহির। ভোরে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় পায় রংপুর রাইডার্স। সেখানে ম্যাচের আগে টসের সময় রংপুরের উপর নিজের ক্ষোভ ঝাড়েন ইমরান তাহির।
টসের সময় লাইভ টেলিভিশনে ইমরান তাহির অভিযোগ করেন, "আমি ব্যক্তিগত কারণেও এই ম্যাচটি জিততে চাই। আমি গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছি এবং এখনও আমার চুক্তির সব টাকা পাইনি।"
অবশ্য ইমরান তাহিরের টাকা না পাওয়ার অভিযোগ এই প্রথম নয়। গতবছরও সিলেটের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন তিনি। তখন তিনি বলেছিলেন,
"২০১৯ বিপিএলে সিলেটের হয়ে খেলতে এসেছিলাম। কিন্তু এখানে খেলতে আসার অভিজ্ঞতা আমার ভালো ছিল না। সিলেটের হয়ে খেলতে আসলেও দল আমাকে ভালোভাবে গ্রহণ করেনি। তারা আমাকে এক টাকাও দেয়নি। এই কারণে কখনো বিপিএলে খেলতে আসতে চাইনি। মাঝে অনেক প্রস্তাব পেয়েছি। তবে রংপুর এসব দিক থেকে ভিন্ন। তারা অনেক পেশাদার।"
উল্লেখ্য, ইমরান তাহিরের বক্তব্যের প্রেক্ষিতে রংপুর রাইডার্স কতৃপক্ষের থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।