Image

'আমার জীবনের মন্ত্র হলো বর্তমানকে উপভোগ করা'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'আমার জীবনের মন্ত্র হলো বর্তমানকে উপভোগ করা'

'আমার জীবনের মন্ত্র হলো বর্তমানকে উপভোগ করা'

'আমার জীবনের মন্ত্র হলো বর্তমানকে উপভোগ করা'

ভারতীয় ক্রিকেট দলের পেস বোলিং আক্রমণের ভবিষ্যতের নেতা ধরা হয় বাঁহাতি পেসার আর্শদ্বীপ সিং কে। গত ৩ বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তিনি। ২০২৬ এ সামনে আরো একটি বিশ্বকাপ, সেই বিশ্বকাপ নিয়ে কি ভাবছেন আর্শদ্বীপ?

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ভারতের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন আর্শদ্বীপ সিং। সেখানে তিনি জানান ভবিষ্যৎ নিয়ে এতকিছু ভাবেন না তিনি বরং উপভোগ করেন বর্তমানটাই।

"আমি ক্রিকেট উপভোগ করতে চাই। এভাবেই ২ বছর কেটে গেল। আমার জীবনের মন্ত্র হলো বর্তমানটাকে উপভোগ করা। আজ যদি আমার বিশ্রামের দিন হয়, আমি সারাদিন বিশ্রাম উপভোগ করব। কাল কী হবে কাল দেখা যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২ বছর দূরে। এখনও অনেক দূর। ভবিষ্যৎ নিয়ে এত বেশি ভাবতে চাই না।"

বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লিতে। এখানে ২০২৪ আইপিএলের ৫ ম্যাচের ৮ ইনিংসেই রান হয়েছে ২০০ এর উপরে। এমন বড় রানের ম্যাচের আগে বোলার হিসেবে কী ভাবছেন আর্শদ্বীপ?

আর্শদ্বীপ উত্তর দেন, "এখানে গত মৌসুমে পাঞ্জাব কিংসের কোনো ম্যাচ ছিল না। তবে স্কোর দেখেছি। এরপর মনে হয়নি উইকেট দেখা প্রয়োজন। কাল এসে দ্রুত কন্ডিশন মানিয়ে নিতে হবে, পরিকল্পনা সাজাতে হবে। কোচ-ক্যাপ্টেন উইকেট দেখে আমাদের পরিকল্পনা জানাবেন।"

আর্শদ্বীপ আরো বলেন, "যে ফরম্যাটেই সুযোগ পাই না কেন আমি আমার সেরাটা দিতে চাই। কন্ডিশন দ্রুত মানিয়ে নেওয়া, মাঠ মানিয়ে নেওয়া। এতে খেলোয়াড়রা নিজেদের স্কিলও বাড়াতে পারে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন পন্থায় উইকেট শিকার, চাপ সামলানো সম্পর্কে বুঝতে পারে। একেক ফরম্যাটের খেলা একেকরকম। লাল বলের ক্রিকেটে অনেক ওভার, আপনি ধৈর্য শিখতে পারে। টি-টোয়েন্টিতে ধৈর্য নয়, আরও ভালো করা নিয়ে ভাবতে হয়।"

Details Bottom