Image

ইংল্যান্ড ও স্কটল্যান্ড সফরের জন্য অস্ট্রেলিয়া দলে একাধিক নতুন মুখ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইংল্যান্ড ও স্কটল্যান্ড সফরের জন্য অস্ট্রেলিয়া দলে একাধিক নতুন মুখ

ইংল্যান্ড ও স্কটল্যান্ড সফরের জন্য অস্ট্রেলিয়া দলে একাধিক নতুন মুখ

ইংল্যান্ড ও স্কটল্যান্ড সফরের জন্য অস্ট্রেলিয়া দলে একাধিক নতুন মুখ

প্রথমবারের মত আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে ডাক পেয়েছে পার্থ স্কোর্চার্স এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অলরাউন্ডার কুপার কনোলি। স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে রাখা হয়েছে। এবং ভবিষ্যৎয়ের কথা চিন্তা করে জেক ফ্রেজার-ম্যাকগার্ককে টি-টোয়েন্টি এবং ওডিআই উভয় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সেপ্টেম্বরে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। গতমাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বাদ পরে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সেই স্কোয়াডের অনেকটাই পরিবর্তন করে এবার স্কটল্যান্ড-ইংল্যান্ড সিরিজের অন্য দল ঘোষনা করেছে অজিরা। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয় চ্যাম্পিয়ন্স ট্রফির কথা চিন্তা করে ওডিআই স্কোয়াড আগের মতই রাখা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবসর নিয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তাই সেই জায়গায় ফ্রেজার ম্যাকগার্কের অন্তর্ভুক্তি প্রত্যাশিত ছিল। ম্যাকগার্কের এখনও টি-টোয়েন্টিতে অভিষেক না হলেও ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডে খেলে ফেলেছেন তিনি।

অস্ট্রেলিয়ার জাতীয় দলের নির্বাচক জর্জ বেইলি ফ্রেজার ম্যাকগার্ককে দলে নেয়ার ব্যাপারে বলেন, " সে একজন উত্তেজনাপূর্ণ তরুণ খেলোয়াড়। যদিও সে অনেক ম্যাচ খেলেনি, কিন্তু আমরা সত্যিই তাকে পছন্দ করি। স্কোর্চার্সের জন্য মিডল অর্ডারে সে খুব ভালো খেলেছে। হাতের বাঁ-হাতি স্পিন পাশাপাশি তার আরো দক্ষতা আছে এবং আমরা দেখতে চাই সে ক্রিকেটে কতটা এগিয়ে যায়" 

স্কটল্যান্ড এবং ইংল্যান্স সিরিজকে সামনপ রেখে বিশ্রাম পেয়েছেন ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স। তাই মিচেল মার্শ টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের পাশাপাশি ওয়ানডেতেও অধিনায়কত্ব করবেন। মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েলও ওয়ানডেতে যোগ দেওয়ার আগে টি-টোয়েন্টি মিস করবেন। 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: 

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জোশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), স্পেনসার জনসন, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড :

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জোশ হ্যাজেলউড, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), ট্র্যাভিস হেড, মারনাস লাবুসচেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা

Details Bottom
Details ad One
Details Two
Details Three