কানপুর টেস্ট হবে কালো মাটির পিচে, একাদশে ঢুকবে বাড়তি স্পিনার
কানপুর টেস্ট হবে কালো মাটির পিচে, একাদশে ঢুকবে বাড়তি স্পিনার
কানপুর টেস্ট হবে কালো মাটির পিচে, একাদশে ঢুকবে বাড়তি স্পিনার
কানপুরের কালো মাটির পিচে হবে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট। চেন্নাইয়ের লাল মাটির বদলে এখানে কালো মাটি থাকবে। বাউন্স বেশি হবে না এবং বল বেশি ক্যারি করবে না। কম বাউন্স ও স্পিনারদের বেশি সুবিধা দেওয়ার জন্য বিসিসিআই এমন উইকেটে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। টেস্টের অগ্রগতির সঙ্গে সঙ্গে বাউন্সও কমবে। আগামী শুক্রবার দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হবে।
চেন্নাইতে ছিল লাল মাটির পিচ, সঙ্গে ঘাসের আভা। যেখানে পেসারদের জন্য সুবিধা ছিল। বিশেষ করে নতুন বলে পেসাররা ভাল সুবিধা পেয়েছে। পিচে নিয়মিত বাউন্স ছিল এবং সেজন্য দুই দলই একাদশে তিনজন পেসার এবং দুইজন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু কানপুরের উইকেট সম্পূর্ণ ভিন্ন। কারণ কানপুরে কালো মাটির পিচ। চেন্নাই টেস্টের বাউন্সের বিপরীতে গ্রিন পার্কে স্পিনিং উইকেট হবে বলে আশা করা হচ্ছে। ফলে দুই দলের সেরা একাদশে ঢুকবেন একজন করে বাড়তি স্পিনার।
গ্রীন পার্ক সর্বশেষ ২০২১ সালে টেস্ট আয়োজন করেছিল, যখন শেষ দিনে নিউজিল্যান্ড ম্যাচটি ড্র করে। লম্বা বিরতির পর এই ভেন্যুতে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২৭ সেপ্টেম্বর শুরু হবে। ভারতের সামনে ঘরের মাঠে টানা ১৮ টেস্ট সিরিজ জিতে নেয়ার সুযোগ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে খেলা শেষ টেস্টে, ভারত অশ্বিন, জাদেজা এবং আক্সারকে নিয়ে একাদশ সাজায়। এটি ছিল ২০১৬ সালের পর এই ভেন্যুতে খেলা প্রথম টেস্ট।
কানপুর টেস্টের বয়স বাড়ার সাথে সাথে উইকেট ক্রমশ স্লো হয়ে যাবে। পিচে কালো-মাটির উপাদানের কারণেই এমনটা হয়। গ্রীন পার্কের পিচটি ফ্ল্যাট প্রকৃতির হবে, বাউন্স কম হবে। এটি চিপকের পিচের বিপরীতে, যেখানে দুই দলের পেসার এবং স্পিনাররা ভালো বাউন্স পেয়েছিলেন। চেন্নাইয়ের পিচে দ্বিতীয় ইনিংসে অশ্বিন-জাদেজা মিলেই শিকার করে নেন বাংলাদেশের ৯ উইকেট।
কানপুরের পিচ মন্থর আচরণ করবে; এই ভাবনায় দুই দলই তাদের সেরা একাদশে পরিবর্তন আনতে পারে। সম্ভবত তৃতীয় পেসারের জায়গায় তৃতীয় স্পিনার হতে পারে। কুলদ্বীপ যাদব ও আক্সার প্যাটেলের মধ্যে একজন সুযোগ পেতে পারেন ভারতের হয়ে। বাংলাদেশের বিপক্ষে বিশাল ব্যবধানে জেতা প্রথম টেস্টের দল থেকে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা। তবে কানপুরে নাও দেখা যেতে পারে জাসপ্রীত বুমরাহকে।
চেন্নাইয়ে চতুর্থ দিনে ব্যাট করার সময় বাম তর্জনীতে আঘাতের কারণে সাকিব আল হাসানকে নিয়ে সন্দেহ রয়েছে। সাকিব অলরাউন্ডার হিসেবে টেস্ট খেললেও নাহিদ রানার জায়গায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে একাদশে আনতে পারে বাংলাদেশ। সফরকারীদের দলে অফস্পিনার নাঈম হাসানও রয়েছে। সাকিব শেষ পর্যন্ত ছিটকে গেলে নাঈমেরও সুযোগ হতে পারে ম্যাচ খেলার।