Image

যুক্তরাজ্য সফরের আগে পেসার হারালো অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যুক্তরাজ্য সফরের আগে পেসার হারালো অস্ট্রেলিয়া

যুক্তরাজ্য সফরের আগে পেসার হারালো অস্ট্রেলিয়া

যুক্তরাজ্য সফরের আগে পেসার হারালো অস্ট্রেলিয়া

আগামী মাসে যুক্তরাজ্যে সাদা বলের সফরের আগে পেসার হারালো অস্ট্রেলিয়া। বাঁহাতি পেসার স্পেন্সার জনসন দ্য হান্ড্রেডে পাওয়া সময় সাইড স্ট্রেনের কারণে বাদ পড়েছেন।

২০২৩ সালের আগস্টে স্পেন্সার জনসনের আন্তর্জাতিক অভিষেক হয় এবং এখনও পর্যন্ত দেশের হয়ে মোট ছয়টি খেলায় অংশ নিয়েছেন।

বোলিং অলরাউন্ডার শন অ্যাবট জনসনের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছে। আপাতত তিনিও দ্য হান্ড্রেডেও রয়েছেন।

অ্যাবট, জেভিয়ার বার্টলেট এবং নাথান এলিস ফাস্ট বোলিংয়ের দায়িত্ব কাঁধে নেবেন। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিস এবং অ্যারন হার্ডিও ভূমিকা রাখতে পারেন। 

অস্ট্রেলিয়ার যুক্তরাজ্য সফর শুরু হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে, যেটি দলটি ৪-৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। সফরে আছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও।

স্কটল্যান্ড এবং ইংল্যান্স সিরিজকে সামনে রেখে বিশ্রাম পেয়েছেন ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স। তাই মিচেল মার্শ টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের পাশাপাশি ওয়ানডেতেও অধিনায়কত্ব করবেন। মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েলও ওয়ানডেতে যোগ দেওয়ার আগে টি-টোয়েন্টি মিস করবেন। 

যুক্তরাজ্য সফরের জন্য অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড-

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকে), মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা। 

Details Bottom