Image

টসের সিদ্ধান্ত ব্যাখ্যা করা কঠিন বলছেন সাকিব আল হাসান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টসের সিদ্ধান্ত ব্যাখ্যা করা কঠিন বলছেন সাকিব আল হাসান

টসের সিদ্ধান্ত ব্যাখ্যা করা কঠিন বলছেন সাকিব আল হাসান

টসের সিদ্ধান্ত ব্যাখ্যা করা কঠিন বলছেন সাকিব আল হাসান

ভারতের বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতেন বাংলাদেশ অধিনায়ক, নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। উইকেটে দেখে ১৫০-১৬০ রানের স্কোরকে ভালো বলেছেন শান্ত। সেখানে ভারতীয় ব্যাটাররা করেছে ১৯৬। তাই স্বাভাবিকভাবেই অভিযোগের তীর অধিনায়ক ও হেড কোচের দিকে। কেন আগে বোলিং বেছে নিল বাংলাদেশ। সাকিব আল হাসান ম্যাচ শেষে আসেন সংবাদ সম্মেলনে, দিয়েছেন কোচ-অধিনায়কের পক্ষে নানান যুক্তি। তবে সাকিব মানেন, অ্যান্টিগায় আগে ব্যাট করলেই ভালো হত। টসে জিতে কেন বোলিং; ব্যাখ্যা নেই সাকিবের কাছে। 

অ্যান্টিগায় রোহিত শর্মার বিপক্ষে দাঁড়িয়ে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, এ পিচে ১৫০-১৬০ রানের স্কোর ভালো। তবে ভারত এখানে তুলল ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান। শেষ পাঁচ ওভারেই আসে ৬২, হার্দিকের ২৭ বলে পঞ্চাশের অপরাজিত ইনিংস। পাহাড়সম টার্গেট টপকাতে নেমে বাংলাদেশের সেই পুরানো ব্যাটিং বিপর্যয়। শেষ পর্যন্ত ১৪৬ রান করতে পারা বাংলাদেশ ম্যাচ হারল ৫০ রানে। 

টস জয়ের পর অধিনায়ক কেন নিলেন আগে ফিল্ডিং; এ নিয়েই যেন গরম আলোচনার টেবিল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকেও একই প্রশ্ন- টসে জিতে কেন বোলিং? 

'আমার জন্য ব্যাখ্যা করা কঠিন। অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিয়েছে কেন, কাকে বল করাবে। এটা ব্যাখ্যা করা কঠিন। উইকেট আরও ধীর হবে ভেবেছিলাম। উইকেট শুরুতে শুকনো ছিল। স্পিনারদের সহায়তা পাওয়া যাবে ভেবে অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছিল হয়ত। এটা ভালো ব্যাটিং উইকেট আমি বলব। ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য মাঝখানে বল করা পাওয়ারপ্লের চেয়ে একটু সহজ। নতুন বলে প্রত্যেক দল বড় রান করতে চায়। বল যত পুরনো হয় রান করা তত কঠিন হয়।' 

'ব্যক্তিগতভাবে বললে বলব, ক্যারিবিয়ানে একটি ম্যাচে ইংল্যান্ড ১৮০ তাড়া করল, এছাড়া বাকি ম্যাচগুলোতে আগে ব্যাট করা দলই বেশি সফল। এই পরিসংখ্যান দেখলে হয়ত মনে হবে আগে ব্যাট করাই ভালো ছিল। অধিনায়ক ও কোচ হয়ত অন্যভাবে ভেবেছে, ওদের দ্রুত আটকে ফেললে টার্গেট অনুযায়ী খেলা যাবে। হয়ত এ কারণেই আগে ফিল্ডিং করা।'

'যখন দলের একজন নেতা থাকবে, সিদ্ধান্ত তার। ভালো করলে অধিনায়কের কৃতিত্ব হতো। খারাপ করলে কোচ-অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলি। এটা খুবই স্বাভাবিক, যৌক্তিক। তবে এটাই খেলা। প্রথম ২ ওভারে  ২ উইকেট নিয়ে নিলে মনে হতো খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। তখন মনে হয়েছে আগে ব্যাটিং করলে ভালো হতো।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three