Image

উইন্টারের ব্যাটিং ঝড়ে ডারউইনে উড়ে গেল বাংলাদেশ এইচপি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
উইন্টারের ব্যাটিং ঝড়ে ডারউইনে উড়ে গেল বাংলাদেশ এইচপি

উইন্টারের ব্যাটিং ঝড়ে ডারউইনে উড়ে গেল বাংলাদেশ এইচপি

উইন্টারের ব্যাটিং ঝড়ে ডারউইনে উড়ে গেল বাংলাদেশ এইচপি

অস্ট্রেলিয়ায় ৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করলেও টানা দুই ম্যাচে হেরে বসেছে বাংলাদেশ এইচপি দল। মেলবোর্ন রেনেগেডস একাডেমির সাথে জয়ের পর টানা দুই ম্যাচে তাসমানিয়া টাইগার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির সঙ্গে হার দেখল আকবর আলির দল। 

আজ (১৪ আগস্ট) ডারউইনের ডিএক্সসি অ্যারেনাতে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ এইচপি দল। টসে হেরে আগে ব্যাট করা বাংলাদেশ এইচপি দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ১৪৭ রান। যা ১৪ বল ও ৮ উইকেট হাতে রেখে টপকে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। 

এদিন জিশান আলম ২১ বলে ১ টি করে চার ও য়ে ২৬ রান করলেও অপর ওপেনার তানজিদ হাসান তামিম ৫ বল খেলেও ১ রানের বেশি করতে পারেননি। আগের দুই ম্যাচের সর্বোচ্চ স্কোরার পারভেজ হোসেন ইমন এদিন দুই অঙ্ক স্পর্শ করতে ব্যর্থ হন, করেন ৮ রান। আফিফ হোসেন ধ্রুব ব্যর্থ হন আরও একবার, ৬ বলে ২ রান করেন তিনি। 

পাঁচে নামা আকবর আলি ও ছয়ে নামা শামীম হোসেন পাটোয়ারী বলার মত রান করলে বাংলাদেশ এইচপি ১৫০ ছুঁইছুঁই স্কোর করতে পারে। অধিনায়ক আকবর ৩৫ বলে ১ চার ও ২ ছয়ে ৩৬ রান করেন। ৩২ বলে ৩ চার ও ১ ছয়ে ৪২ রান করা শামীম দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। শেষদিকে মাহফুজুর রহমান রাব্বি ৭ বলে ১৬ রানের ক্যামিও খেলেন। 

অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির পক্ষে ৩ টি করে উইকেট নেন টিম ওকলে ও হ্যারি মানেনতি। ১ টি করে শিকার লিয়াম স্কট ও নোয়া ম্যাকফেডেনের। 

জবাব দিতে নেমে ওপেনার জশ কান শুন্য হাতে ফিরলেও অপর ওপেনার জেক উইন্টার অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিকে এগিয়ে নেন। ৫৪ বলে ১০ চার ও ৩ ছয়ে ৮২ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন তিনে নামে নোয়া ম্যাকফেডেন (৩২ বলে ৩৮) ও চারে নামা হামিশ চেজ (১৯ বলে ২৩*)। 

১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। বাংলাদেশ এইচপির পক্ষে ১ টি করে উইকেট নেন রিপন মন্ডল ও আবু হায়দার রনি। 

১৫, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ এইচপির টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের শেষ ৩ ম্যাচ। যেখানে তাঁদের প্রতিপক্ষ যথাক্রমে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, পাকিস্তান শাহীনস ও পার্থ স্কর্চার্স একাডেমি। 

Details Bottom