Image

টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিনে মিরাজ, পেছনে ফেললেন সাকিবকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিনে মিরাজ, পেছনে ফেললেন সাকিবকে

টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিনে মিরাজ, পেছনে ফেললেন সাকিবকে

টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিনে মিরাজ, পেছনে ফেললেন সাকিবকে

টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সাকিব আল হাসানকে টপকালেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে, বলে অসাধারণ পারফরম্যান্স করে প্রথমবারের মতো টেস্ট অলরাউন্ডারের র‍্যাংকিংয়ে সেরা তিনে উঠে এসেছেন মিরাজ। অন্যদিকে সাকিবের অবস্থান এখন ৪ নাম্বারে।

বুধবার হালনাগাদ করা হয় আইসিসির সর্বশেষ র‍্যাংকিং। সেখানে টেস্টে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের মিরাজের পয়েন্ট ২৯৪, যা তাঁর ক্যারিয়ার সেরা। ২ ধাপ এগিয়ে তিনি অবস্থান করছেন তিন নম্বরে। অন্যদিকে ২৮০ পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে চার নাম্বারে নেমে গেছেন সাকিব। র‍্যাংকিংয়ে ১ ও ২ এ আছেন যথাক্রমে ভারতীয় রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন আশ্বিন। 

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ভারতের বিপক্ষেও বল হাতে ভালো করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ব্যাট হাতে লড়েছেন একা।

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তাদের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের প্রথম ম্যাচে নয় উইকেট নিয়ে আইসিসি টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে ১ নাম্বার অবস্থান ফিরে পেয়েছেন।

শীর্ষ স্থান ফিরে পেতে রাবাদা পেছনে ফেলেছেন ভারতের রবিচন্দ্রন আশ্বিন, জাসপ্রিত বুমরাহ এবং অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডকে। র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলামও। ৩ ধাপ এগিয়ে তাইজুল এখন টেস্টে ১৮ নাম্বার বোলার। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন দুই ধাপ এগিয়ে এখন ২২তম,পাকিস্তানের সাজিদ খান এগিয়েছেন ১২ ধাপ। 

ব্যাটিং র‍্যাংকিংয়ে ভারতের ওপেনার যশস্বী জয়সাওয়াল  তিন নাম্বরে ফিরে এসেছেন। অন্যদিকে পাকিস্তানের সৌদ শাকিল এবং নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র তাদের ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষ ১০ এ উঠে এসেছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three