দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াডে সাকিব
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
- 5
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াডে সাকিব
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াডে সাকিব
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশ টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। পাকিস্তানে গিয়ে চোট পাওয়া শরিফুল ইসলাম নেই ঢাকা টেস্টের দলে। বিদায়ী টেস্ট খেলতে বাংলাদেশে আসছেন সাকিব আল হাসান। তার নাম তাই স্বাভাবিকভাবেই আছে ১৫ সদস্যের দলে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে। এর আগে স্কোয়াড অনুশীলন শুরু করবে শুক্রবার থেকে। আজ এক বিবৃতিতে দল ঘোষণা করেছে বিসিবি।
ভারত সিরিজের মতো দক্ষিণ আফ্রিকা সিরিজেও ডাক পাননি পেসার শরিফুল ইসলাম। ভারত সফরে যাওয়া পেসার খালেদ আহমেদ নেই এই প্রোটিয়া সিরিজের প্রথম টেস্টের দলে। তাই ১৬ সদস্যের স্কোয়াড কমে হয়েছে ১৫।
আগামী ২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। ২১-২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর অব্দি চলবে ২য় টেস্ট।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।