Image

পার্থ টেস্ট মিস করবেন রোহিত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পার্থ টেস্ট মিস করবেন রোহিত

পার্থ টেস্ট মিস করবেন রোহিত

পার্থ টেস্ট মিস করবেন রোহিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা। জানা যায়, বর্ডার-গাভাস্কার ট্রফির শুরুর দিকের দুটি টেস্টের মধ্যে একটিতে খেলতে চাননা তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে টেস্ট থেকে সাময়িক ছুটি চেয়েছেন রোহিত।

আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে বর্ডার-গাভাস্কার ট্রফি। পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। রোহিত না খেললে ভারতের নেতৃত্ব দেবে কে? ধারনা করা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য ঘোষিত স্কোয়াডের সহ-অধিনায়ক জাসপ্রীত বুমরাহ রোহিতের অনুপস্থিততে নেতৃত্ব দিতে পারেন দলের।

অধিনায়কত্বের পাশাপাশি রোহিত না থাকলে ওপেন করবেন কোন ব্যাটার সেই প্রশ্নটাও ঘুরেফিরে চলে আসে। এই প্রশ্নের সম্ভাব্য উত্তর, তৃতীয় ওপেনার হিসাবে হয়তো দলে জায়গা পেতে পারেন অভিমন্যু ঈশ্বরণ। তাঁকে ওপেন করতে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালের সঙ্গে। অথবা শুবমান গিল বা লোকেশ রাহুলের মধ্যে একজনকেও একটা টেস্টের জন্য ওপেনার হিসাবে নামানো হতে পারে। 

রোহিত এখনও পর্যন্ত ১৮ টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ১২ টিতে জিতেছেন। ২০২২ সালে তিনি টেস্ট দলের অধিনায়ক হন। টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্যের বেশির ভাগই ঘরের মাঠে। 

এরআগেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন জাসপ্রীত বুমরাহ। ২০২২ কোভিড ১৯ এর জন্য রোহিত খেলতে পারেননি। ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তাই রোহিতের অনুপস্থিতিতে বুমরাহর অধিনায়কত্ব করার সম্ভাবনা প্রবল।

Details Bottom