Image

'দিনে-দুপুরে ডাকা'তি': বিতর্কিত আম্পায়ারিং এবং ডিআরএসে পরাজিত বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'দিনে-দুপুরে ডাকা'তি': বিতর্কিত আম্পায়ারিং এবং ডিআরএসে পরাজিত বাংলাদেশ

'দিনে-দুপুরে ডাকা'তি': বিতর্কিত আম্পায়ারিং এবং ডিআরএসে পরাজিত বাংলাদেশ

'দিনে-দুপুরে ডাকা'তি': বিতর্কিত আম্পায়ারিং এবং ডিআরএসে পরাজিত বাংলাদেশ

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে চার রানে হৃদয় বিদারক পরাজয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আম্পায়ারিং ত্রুটি এবং বিতর্কিত ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়মের কারণে ম্যাচটি বিতর্কে শেষ হয়। আম্পায়ারের ভুলের জন্য লেগ-বাইয়ের ৪ মিস, শেষ পর্যন্ত এই ৪ রানেই বাংলাদেশের হার। কেউ কেউ বলছেন, 'এটি দিনে-দুপুরে ডাকাতি'।

দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হার, ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করা লড়াকু বাংলাদেশের প্রশংসা করছেন অনেকেই। ১৯.৫ ওভারে ছক্কা মারতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের আউটের পরই বাংলাদেশের জয়ের আশা শেষ হয়ে যায়। শেষ বলেও ৬ লাগে। কেশব মহারাজের ফুলটস পেয়েও তাসকিন নিতে পারলেন মাত্র ১ রান। বাংলাদেশের ড্রেসিংরুম শোকে পাথর। 

বাংলাদেশ ইনিংসের ১৭ তম ওভারের দ্বিতীয় বল- সেট ব্যাটার মাহমুদউল্লাহ ফ্লিক শট মারতে ব্যর্থ হন, বল তার প্যাডে লেগে চলে যায় বাউন্ডারিতে। আম্পায়ার প্রথমে আঙুল উঁচিয়ে আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান রিয়াদ, কিন্তু লেগ-বাই বাউন্ডারি যোগ করা হয়নি স্কোরবোর্ডে। আম্পায়ারের ভুলের জন্য লেগ-বাইয়ের ৪ মিস, শেষ পর্যন্ত এই ৪ রানেই বাংলাদেশের হার। 

ভারতের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম জাফর এ নিয়ে অভিযোগ তুলেছেন। তিনি অনুভব করতে পারছেন টাইগার সমর্থকদের শোক। 'এক্স' এ লিখেছেন, 'মাহমুদউল্লাহ ভুলভাবে এলবিডব্লিউ আউট হন, বল চলে যায় বাউন্ডারিতে। ডিআরএস নিয়ে সিদ্ধান্ত পালটে গেল। ভুলভাবে ব্যাটারকে আউট দিলে বল ডেড হওয়ায় বাংলাদেশ ৪ রান পায়নি। দক্ষিণ আফ্রিকা ম্যাচটি ৪ রানে জিতে। বাংলাদেশ ভক্তদের অনুভূতি আমি বুঝতে পারতেছি।' 

অভিনেতা সাইয়ামি খেরও আইসিসির নিয়মের সমালোচনা করেছেন, পোস্ট করে লিখেন, 'আমি জানি জীবন কালো এবং সাদা নয় তবে খেলাধুলায় ধূসরের কোনও জায়গা নেই। এই ডেড বলের নিয়মটি আসলেই খতিয়ে দেখা দরকার। সেই ৪ রান না পাওয়ায় আজ হেরেছে বাংলাদেশ। অবশ্যই এটি কাম্য নয়।' 

একজন ভক্ত ঘটনাটিকে "দিবালোকে ডাকাতি" হিসাবে বর্ণনা করেছেন। 

 

Mahmudullah was wrongly given out LBW, the ball went for four leg byes. The decision was reversed on DRS. Bangladesh didn't get the 4 runs as ball is dead once batter given out, even if wrongly. And SA ended up winning the game by 4 runs. Feel for Bangladesh fans. #SAvBAN #T20WC

— Wasim Jaffer (@WasimJaffer14) June 10, 2024

I know life is not black and white but sport has no place for grey areas.
This dead ball rule really has to be looked into. Bangladesh have lost today because they didnt get those 4 runs . Definitely not fair. 😒#SAvsBan #T20WC

— Saiyami Kher (@SaiyamiKher) June 10, 2024

I don't usually say such thing but Bangladesh has been robbed of a deserving victory.

That ball from Baartman to Mahmudullah was clearly down leg and trickeled away to BOUNDARY but ump have it OUT, so the runs didn't count.

Proper daylight roberry.#SAvBAN

— Shubham Dubey (@Massive_hit) June 10, 2024
Details Bottom
Details ad One
Details Two
Details Three