ঢাকায় ফেরা হচ্ছে না সাকিবের!
-
1
জয়সূচক লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ ভারতের
-
2
ক্রিকেট৯৭ কে দেয়া একান্ত সাক্ষাৎকারে যা জানালেন মোহাম্মদ আশরাফুল
-
3
স্টার্কের দাপটে চাপে ইংল্যান্ড, তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দৃঢ় নিয়ন্ত্রণ
-
4
গ্রেভসের দ্বিশতক, রোচের লড়াইয়ে ড্রয়ে বাঁচল ওয়েস্ট ইন্ডিজ
-
5
এনসিএলের শেষ রাউন্ডে বোলারদের দাপট, মিরপুরে ইমন, মার্শালের রানের বন্যা
ঢাকায় ফেরা হচ্ছে না সাকিবের!
ঢাকায় ফেরা হচ্ছে না সাকিবের!
কানপুরে ভারতের বিপক্ষে টেস্টই সাকিব আল হাসানের খেলা শেষ টেস্ট হয়ে থাকছে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ম টেস্টে সাকিব আল হাসান বাংলাদেশ স্কোয়াডে থাকলেও তাঁর দেশে ফেরাই হচ্ছে না। দেশের মাটিতে খেলে টেস্ট ফরম্যাটকে বিদায় জানানোর স্বপ্ন পূরণ হচ্ছেনা দীর্ঘদিন বিশ্বসেরা অলরাউন্ডারের চেয়ারে বসে থাকা সাকিবের।
সাকিব আল হাসানের দেশে ফেরার কথা ছিল আজ (বৃহস্পতিবার) রাত ১১ টা ১০ মিনিটে। যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে ঢাকার বিমানে চড়ার কথা ছিল এই তারকা অলরাউন্ডারের।
তবে পরিবর্তিত বাস্তবতায় আপাতত দেশে ফেরা হচ্ছে না তাঁর। দুবাই থেকেই সাকিব আল হাসান দেশে তাঁর ঘনিষ্ঠজনদের নিশ্চিত করেছেন দেশে ফেরার কথা থাকলেও এখন সেটা সম্ভব হচ্ছে না। মূলত নিরাপত্তা ইস্যুতেই এমন সিদ্ধান্ত।
সাকিবের দেশে ফেরার ইস্যুতে নাটকীয় কোন মোড় না আসলে সাকিবকে দুবাই থেকে আবার ফিরে যেতে হবে যুক্তরাষ্ট্রে।
