বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দিল ভারত

বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দিল ভারত
বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দিল ভারত
প্রথম ইনিংস থেকে পাওয়া ২২৭ রানের লিড নিয়ে খেলতে নেমে দুই সেঞ্চুরিতে ভারতের রান ২৮৭। আর তাতেই বাংলাদেশের সামনে ৫১৫ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করল রোহিত শর্মা। রিশাব পান্টের পর সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শুবমান গিল।
প্রথম ইনিংসে (১৪৪/৬) ১৫০ বা তার কম রানে ছয় উইকেট পতনের পর ভারত ৫১৫ রানের টার্গেট দিয়েছে। এশিয়ায় টেস্ট ইতিহাসে যা একটি দলের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০০৬ সালে করাচিতে ৩৯/৬ পাকিস্তান ভারতকে চতুর্থ ইনিংসে দিয়েছিল ৬০৭ রানের লক্ষ্য।
রোহিত ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে পান্ট-রাহুলকে ফিরে আসতে ডাকেন। ভারত ইনিংস ঘোষণা করেছে। বাংলাদেশের লক্ষ্য ৫১৫।
৬২৯ দিন পর টেস্ট ক্রিকেটে ফেরা উইকেটকিপার ব্যাটার রিশাব পান্ট ভারতকে দিয়েছেন স্বস্তি। সাদা পোশাকে প্রত্যাবর্তন রাঙালেন দারুণ এক সেঞ্চুরিতে। শেষপর্যন্ত ১০৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে ফিরতি ক্যাচ তুলে বিদায় নেন পান্ট। পান্টের দেখানো পথে গিয়ে শুবমান গিলও তুলে নিয়েছেন শতক। প্রথম ইনিংসে ডাক হওয়া গিল পরের ইনিংসে ঘুরে দাঁড়ালেন দারুণভাবে।
৬৪ ওভারে ৪ উইকেটে ভারতের রান যখন ২৮৭, তখনই ইনিংস ঘোষণা করে দেন ভারতীয় অধিনায়ক। শুবমান গিল ১১৯ ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন। ৫১৫ রানের প্রায় অসম্ভব লক্ষ্য পেল বাংলাদেশ।