Image

বাংলাদেশকে কাঁদানো কামিন্দু মেন্ডিস আইসিসির মাসসেরা হবার দৌড়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে কাঁদানো কামিন্দু মেন্ডিস আইসিসির মাসসেরা হবার দৌড়ে

বাংলাদেশকে কাঁদানো কামিন্দু মেন্ডিস আইসিসির মাসসেরা হবার দৌড়ে

বাংলাদেশকে কাঁদানো কামিন্দু মেন্ডিস আইসিসির মাসসেরা হবার দৌড়ে

বাংলাদেশের বিপক্ষে স্বপ্নের মত এক সিরিজ কাটিয়ে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হবার দৌড়ে নিজের নাম লেখালেন কামিন্দু মেন্ডিস। আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ (মার্চ, ২০২৪) হবার জন্য মনোনীত হয়েছেন কোন ৩ জন। 

শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসের সাথে আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি মনোনীত হয়েছেন। 

২০২২ এর পর আবার শ্রীলঙ্কা সেটাপে ফিরেছেন কামিন্দু মেন্ডিস। মার্চ মাসটা যিনি কাটিয়েছেন স্বপ্নের মত। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৬৮ রান করার পর টেস্ট সিরিজে দাপট দেখান। 

সিলেট টেস্টে দুই ইনিংসে রান করেন যথাক্রমে ১০২ ও ১৬৪। চট্টগ্রাম টেস্টে সতীর্থদের ব্যর্থতায় ১ম ইনিংসে সেঞ্চুরি পাননি, অপরাজিত থাকেন ৯২ রানে, দ্বিতীয় ইনিংসে করেন ৯ রান। ৪ ইনিংসে ৩৬৭ রান করে তিনি ছিলেন স্টার পারফর্মার। 

আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার মার্চে আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে দারুণ পারফর্ম করেন। প্রথম ইনিংসে নেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। আফগানদের ১৫৫ রানে গুটিয়ে দিয়ে ব্যাট হাতে ১৫ রান করেন। 

পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ইব্রাহিম জাদরান, রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদীর উইকেট নেন অ্যাডায়ার। আফগানরা আটকে যায় ২১৮ তে। ৮ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রেখে ম্যাচসেরা হন তিনি। ওয়ানডে সিরিজে তিনি ৩ উইকেট নেন। টি-টোয়েন্টি সিরিজে নেন ৫ উইকেট। 

নিউজিল্যান্ড সিমার ম্যাট হেনরি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ১৭ উইকেট নেন, রান করেন ১০১। সিরিজসেরার পুরষ্কার পান তিনি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three