Image

মায়াঙ্ক যাদবকে শোয়েবের চেয়েও গতিময় বলছেন সাবেক অজি ওপেনার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 9 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মায়াঙ্ক যাদবকে শোয়েবের চেয়েও গতিময় বলছেন সাবেক অজি ওপেনার

মায়াঙ্ক যাদবকে শোয়েবের চেয়েও গতিময় বলছেন সাবেক অজি ওপেনার

মায়াঙ্ক যাদবকে শোয়েবের চেয়েও গতিময় বলছেন সাবেক অজি ওপেনার

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৪ এ পাদপ্রদীপের আলো নিজের দিকে টেনে নিয়েছেন তরুণ গতিতারকা মায়াঙ্ক যাদব। লক্ষনৌ সুপার জায়ান্টসের হয়ে দুই ম্যাচ জেতানো পারফরম্যান্স করা মায়াঙ্কের নাম সবার মুখে মুখে। 

ক্রিকেট পাড়ায় তাঁকে প্রশংসা করেনি এমন লোক পাওয়া দুষ্কর। দুর্দান্ত পেস, সাথে বলের নিয়ন্ত্রণ- মায়াঙ্ক নজর কেড়েছেন সবার। দ্রুতই নিজেকে রাইজিং স্টার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। 

পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএল অভিষেকে ২১ বছর বয়সী মায়াঙ্ক ২৭ রান খরচে ৩ উইকেট নেন, নিজের জাত চেনান। 

সেখানেই থামেননি মায়াঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৪ রান খরচে ৩ উইকেট নেন। দলের ২৮ রানের জয়ে ম্যাচসেরা মায়াঙ্কই। 

মায়াঙ্কের আইপিএল পারফরম্যান্স নিয়ে প্রশংসা করতে গিয়ে দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার টেনেছেন পাকিস্তানের গতি তারকা শোয়েব আখতারকে। তিনি বলছেন মায়াঙ্ক শোয়েবের চেয়েও গতিময় হতে পারে!

দলের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সাবেক অজি ওপেনার ল্যাঙ্গার বলেন, শোয়েবের চেয়ে মায়াঙ্ক একটু বেশি গতিময়!  

 

What a delivery, JL 👀😂 pic.twitter.com/iloQH2iZl0

— Lucknow Super Giants (@LucknowIPL) April 3, 2024
Details Bottom