Image

বাংলাদেশের সব খেলোয়াড় জানে, সাকিবের অবসর আপাতত পেন্ডিং

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের সব খেলোয়াড় জানে, সাকিবের অবসর আপাতত পেন্ডিং

বাংলাদেশের সব খেলোয়াড় জানে, সাকিবের অবসর আপাতত পেন্ডিং

বাংলাদেশের সব খেলোয়াড় জানে, সাকিবের অবসর আপাতত পেন্ডিং

কানপুরে ভারতের বিপক্ষে টেস্টই সাকিব আল হাসানের খেলা শেষ টেস্ট হয়ে থাকছে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ম টেস্টে সাকিব আল হাসান বাংলাদেশ স্কোয়াডে থাকলেও তাঁর দেশে ফেরাই হচ্ছে না। ফলে সাকিবের বিকল্প ভাবতে হয়েছে বিসিবির নির্বাচকদের। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, দলের প্রত্যেকটা খেলোয়াড় মনে করছে সাকিবের অবসর পেন্ডিং থেকে গেল। 

দেশের মাটিতে খেলে টেস্ট ফরম্যাটকে বিদায় জানানোর স্বপ্ন পূরণ আপাতত হবেনা দীর্ঘদিন বিশ্বসেরা অলরাউন্ডারের চেয়ারে বসে থাকা সাকিবের। সাকিব আল হাসানের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সাথে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে, যা স্বাভাবিক। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে তা যথেষ্ট ছিল না।

সাকিবের না থাকা নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে এসে যা যা বললেন, 

'অবশ্যই এখন সমস্যা হচ্ছে কম্বিনেশন মিলাতে। এটা অস্বীকার করার কিছু নেই। হয়তো এই জায়গাটা ঠিক করতে আমাদের বেশ কিছুদিন সময় লাগবে।  কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণে নেই। এটা আমাদেরকে ওভাবেই ম্যানেজ করতে হবে। যে খেলোয়াড়গুলো আছে, আমার মনে হয় ওই সক্ষমতাটা আছে যে যার যে জায়গা থেকে ভূমিকা রাখবে। আমি আশা করবো যে খেলোয়াড়গুলো হবে তার জায়গা থেকে একশ ভাগ দেবে।'

'কীভাবে দেখছি আসলে দুর্ভাগ্যজনক। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি আগাতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলাটাতে ফোকাস করুক।'

'এরকম কোনো কিছুই না। আমি যেটা একটু আগে বললাম আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে। আমরা সবাই জানি যে যে হ্যাঁ, উনি যদি এখান থেকে শেষ করতে পারতো, খুবই ভালো হতো। ফোকাসটা পরবর্তীতে ওই জায়গাতে আনা হয়েছে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three