পাকিস্তানকে ২ উইকেটে হারাল জিম্বাবুয়ে
পাকিস্তানকে ২ উইকেটে হারাল জিম্বাবুয়ে
পাকিস্তানকে ২ উইকেটে হারাল জিম্বাবুয়ে
শেষ ওভারের নাটকীয় ম্যাচে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পারল স্বাগতিকরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করে পাকিস্তান। জবাবে ১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় যায় জিম্বাবুয়ে।
শেষ ওভারে জিততে হলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১২ রানের। জাহানদাদ খানের প্রথম দুই বলেই একটি চার ও একটি ছক্কা মেরে জয়ের দ্বারপ্রান্তে দলকে পৌছে দেন টিনোটেন্ডা মাপোসা। তারপরে একটি উইকেট গেলেও ১ বল হাতে রেখেই জিতে যায় জিম্বাবুয়ে।
বৃহস্পতিবার বুলাওয়েতে পাকিস্তান ব্যাটে নামার পর তাদের উপর আধিপত্য দেখান জিম্বাবুয়ের বোলাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৩২ রান করেন সালমান আগা। তাছাড়া আরাফাত মিনহাস ২২, তায়েব তাহির ২১ এবং কাসিম আকরাম ২০ রান করেন।
জিম্বাবুয়ের হয়ে ২ টি উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। মাসাকাদজা ও এনগারাভা নেন ১ টি করে।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ খেলতে থাকে জিম্বাবুয়ে। ওপেনিং জুটি থেকে আসে ৪০ রান। এরপর মারুমানি ফিরে গেলে ডিওন মেয়ার্সের সঙ্গে ৩৩ রানের জুটি গড়ে আউট হন ব্রিয়ান বেনেট। তিনি ৩৫ বলে খেলেন ৪৩ রানের ইনিংস। তার ইনিংসে ছিলো ৬টি চার ও ১টি ছক্কায়।
তারপর দ্রুতই কয়েকটি উইকেট হারিয়ে ফেলায় ম্যাচ চলে যায় পাকিস্তানের হাতে। ছোট টিনোটেন্ডা মাপোসার ব্যাটিংয়ে শেষ ওভারে রোমাঞ্চকর জয় পায় জিম্বাবুয়ে।
পাকিস্তানের হয়ে ৩ টি উইকেট শিকার করেন আব্বাস আফ্রিদি, ২ টি উইকেট নেন জাহানদাদ খান।