ক্রিকেটকে 'গুডবাই' বলার ঘোষণা দিলেন ঋদ্ধিমান
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ

ক্রিকেটকে 'গুডবাই' বলার ঘোষণা দিলেন ঋদ্ধিমান
ক্রিকেটকে 'গুডবাই' বলার ঘোষণা দিলেন ঋদ্ধিমান
অবসরের ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা। রঞ্জি ট্রফি খেলে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন এই ব্যাটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঋদ্ধিমান নিজেই।
রবিবার টুইটারে সতীর্থদের সাথে একটি ছবি দিয়ে ঋদ্ধিমান লিখেছেন, "ক্রিকেটে স্মরণীয় পথচলার পর, এই মৌসুমই হবে আমার শেষ। শুধু রাঞ্জি ট্রফিতে খেলে অবসরের আগে শেষবারের মতো বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত। এই মৌসুমটাকে মনে রাখার মতো করে তোলা যাক।"
ধোনি পরবর্তী সময়ে উইকেটের পেছনের জায়গাটা সামলেছেন ঋদ্ধিমান সাহা। সেসময় থেকে ২০২১ পর্যন্ত খেলেছেন ক্যারিয়ারের বেশীর ভাগ ম্যাচ। পরবর্তীতে রিশাভ পান্টের আবির্ভাবের ফলে পিছিয়ে পরে ঋদ্ধিমান সাহা। প্রথম দিকে ব্যাকআপ উইকেটরক্ষক হিসাবে দলে থাকলেও পরবর্তীতে কোচ রাহুল দ্রাবিড় তাকে জানিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা।
ঋদ্ধিমান সাহা সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। অভিজ্ঞ এই ক্রিকেটার ভারতের হয়ে খেলেছেন ৪০টি টেস্ট এবং ৯ টি ওয়ানডে ম্যাচ। আইপিএলে খেলেছেন মোট ১৭০ টি ম্যাচ। ২০২২ সালে গুজরাট টাইটান্সের হয়ে শিরোপাও জিতেছেন তিনি।