Image

ওলভার্ডট ও জানসেনের হাতে বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওলভার্ডট ও জানসেনের হাতে বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড

ওলভার্ডট ও জানসেনের হাতে বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড

ওলভার্ডট ও জানসেনের হাতে বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন লরা ওলভার্ডট। এবং বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন মার্কো জানসেন।

লরা ওলভার্ডট বর্ষসেরা খেলোয়াড়সহ মোট পাঁচটি পুরস্কার জিতেছেন।  গত মৌসুমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া ওলভার্ড নেয়ার পর ২০২৩-২৪ মৌসুমে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার নারী দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন লরা। তিনি এই বছরের জুনে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে তার প্রথম টেস্ট সেঞ্চুরিও করেছিলেন।

লরা ওলভার্ডট আরও চারটি যে পুরস্কার জিতেছে সেগুলো হলো, বর্ষসেরা নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলোয়াড়, বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়, বর্ষসেরা খেলোয়াড় এবং অবশেষে বর্ষসেরা ফ্যান প্লেয়ার।

অন্যদিকে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হওয়া মার্কো জানসেন ২০২৩ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে দলকে সেমিফাইনালে তুলেছিলেন। এই বাঁহাতি ফাস্ট বোলার বিশ্বকাপে নিয়েছিলেন ১৭ টি উইকেট।

বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হন কুইন্টন ডি কক। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তিনি ৫৯৪ রান করেছিলেন যেটি বিশ্বকাপের একক সংস্করণে দক্ষিণ আফ্রিকান কোনো ব্যাটারের করা সবচেয়ে বেশি রান। রেজা হেনড্রিক্স পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three