Image

অস্ট্রেলিয়ার নয়া পেস বোলিং কোচ কে এই অ্যাডাম গ্রিফিথ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ার নয়া পেস বোলিং কোচ কে এই অ্যাডাম গ্রিফিথ

অস্ট্রেলিয়ার নয়া পেস বোলিং কোচ কে এই অ্যাডাম গ্রিফিথ

অস্ট্রেলিয়ার নয়া পেস বোলিং কোচ কে এই অ্যাডাম গ্রিফিথ

অ্যাডাম গ্রিফিথকে ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাসমানিয়ার সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটার অস্ট্রেলিয়ার পুরুষ দলের সঙ্গে যুক্ত থাকবেন এবং "পেস বোলারদের উন্নয়ন ও প্রস্তুতির" দায়িত্ব পালন করবেন বলে বোর্ডের (ক্রিকেট অস্ট্রেলিয়া) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

গ্রিফিথ ভিক্টোরিয়ার সহকারী কোচের দায়িত্বে ছিলেন। তিনি এখন ব্রিসবেনে ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রিকেট সেন্টারে থেকে কাজ করবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, যার মধ্যে রয়েছে পেস বোলারদের জন্য একটি জাতীয় কৌশল তৈরি করা, জাতীয় দলের পেস বোলারদের প্রস্তুতি তত্ত্বাবধান করা, অস্ট্রেলিয়ার পুরুষ এবং অস্ট্রেলিয়া 'এ' দলের কোচিংয়ে সহায়তা করা, এবং পেস বোলিং কোচদের উন্নয়নে সহায়তা করা।  

অস্ট্রেলিয়ার সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, "অ্যাডাম তার বিশাল অভিজ্ঞতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ায় যোগ দিতে যাচ্ছেন, যা আমাদের কোচিং দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। পেস বোলারদের প্রস্তুতিতে অ্যাডামের দক্ষতা আমাদের জাতীয় পুরুষ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে"।  

গ্রিফিথের এলিট পর্যায়ে উল্লেখযোগ্য কোচিং অভিজ্ঞতা রয়েছে। তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ স্কর্চার্সের সিনিয়র সহকারী কোচ, তাসমানিয়ার কোচিং ডিরেক্টর, তাসমানিয়া টাইগার্স ও হোবার্ট হারিকেন্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইপিএল ২০২৪ মৌসুম পর্যন্ত তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সহকারী কোচ (বোলিং) হিসেবে কাজ করেছেন।  

আন্তর্জাতিক পর্যায়ে, গ্রিফিথ ২০১২ এবং ২০১৬ সালের দ্বিপাক্ষিক সিরিজ এবং ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পুরুষ দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three