লিটনের আউট ও ব্যাটিং নিয়ে যা বললেন অধিনায়ক
লিটনের আউট ও ব্যাটিং নিয়ে যা বললেন অধিনায়ক
লিটনের আউট ও ব্যাটিং নিয়ে যা বললেন অধিনায়ক
৫১১ রানের পাহাড়সম টার্গেট টপকাতে নেমে শান্ত ও লিটনের উইকেট ছিল আত্মঘাতী। লিটনের আউট নিয়ে বলতে পারলেন না কিছুই। এরপর নিজের আউট নিয়ে বললেন এই বলে ব্যাট চালানো তার উচিত হয়নি। ভুল শটে আউট যাতে সামনে না হয়, লিটন ও ব্যাটিং কোচকে সামনে আরও ভালো প্ল্যান করার টোটকা দিলেন শান্ত।
আগের দিন শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৫১১ রানের পাহাড়সম টার্গেট টপকাতে নেমে স্বাগতিকরা চাপা পড়ল শুরুতেই। আরও একবার বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা, চরম ব্যাটিং ব্যর্থতা। ৩৭ রান করতেই বাংলাদেশ হারিয়ে বসে পাঁচ উইকেট। পাঁচ ব্যাটারের মধ্যে তিনজনই প্যাভিলিয়নে ফেরত যান শূন্য হাতে, এরমধ্যে লিটন দাস হয়েছেন গোল্ডেন ডাক।
প্রথম বলে ছয় হাঁকাতে গিয়ে আবারো গোল্ডেন ডাকের শিকার লিটন। এর আগে অধিনায়ক শান্ত অফস্টাম্পের বাইরের নির্বিষ এক বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ। গত কালের শেষ বিকালে বাংলাদেশের হারানো এই দুই উইকেটই বলে দেয় টাইগার ব্যাটারদের ব্যর্থতার পুরো গল্প।
দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে যখন বাংলাদেশের নেই ৪ উইকেট, উইকেটে এসেই ছয় হাঁকানোর চেষ্টায় লিটন ৩০ গজের মধ্যেই হন ক্যাচ। আজ অধিনায়ক শান্তর কাছে জানতে চাওয়া, লিটন যা করল- সুইসাইডাল শট কিনা?
ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসে নাজমুল হোসেন শান্ত লিটন দাসের ব্যাটিং ও আউট হওয়ার ধরন নিয়ে যা বললেন, 'নির্দিষ্ট শট নিয়ে কথা বলার জন্য ব্যাটিং কোচ আছে। এই আউট নিয়ে খুব বেশি কথা বলতে চাইছি না। কারণ এটা কট বিহাইন্ড হলে এত কথা হতো না। আউট তো আউটই। তবে এই ধরণের আউট যেন না হয় সেজন্য ব্যাটিং কোচ বা ব্যাটিং কোচ বা লিটন আরও ভালোভাবে পরিকল্পনা করবে।'
চট্টগ্রামে শেষ ওয়ানডের দল থেকে বাদ পড়ে লিটন দাস আবার ফিরেন সিলেটে, মিশন টেস্ট। তবে এখানেও ব্যর্থ লিটন, প্রথম ইনিংসে ২৫ করে পরের ইনিংসে পেয়েছেন গোল্ডেন ডাকের স্বাদ। লিটনের বিরতি ও তার এই খারাপ সময়ে পাশে থাকা নিয়ে অধিনায়কের বক্তব্য,
'লাস্ট ওয়ানডেতে যখন লিটন ছিল না, আমরা ওর ব্রেকের কথাই চিন্তা করেছি। কারণ ও অনেক ইম্পরট্যান্ট প্লেয়ার। আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার। এখন পর্যন্ত। হ্যাঁ কয়েকটা ইনিংস খারাপ গেছে। আমাদের উচিৎ এ সময়টায় তার পাশে থাকা। কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ার সবাই ওকে সাপোর্ট করছে। সে নিজেও এটা নিয়ে চিন্তা করছে। আমি খুবই আশাবাদী পরের ম্যাচে লিটন খুব ভালো করতে পারবে।'