Image

শ্রীলঙ্কার মাঠে ওয়ানডে জু'জু কাটাল ওয়েস্ট ইন্ডিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শ্রীলঙ্কার মাঠে ওয়ানডে জু'জু কাটাল ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কার মাঠে ওয়ানডে জু'জু কাটাল ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কার মাঠে ওয়ানডে জু'জু কাটাল ওয়েস্ট ইন্ডিজ

এভিন লুইসের ঝড়ো সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ হেরে তৃতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করে ক্যারিবিয়ানরা। এই জয়ে ১৯ বছর পর শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে ম্যাচে পরাজয়ের বৃত্ত ভাঙলো ওয়েস্ট ইন্ডিজ।

শনিবার পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ১ উইকেট হারিয়ে ৮১ রান করার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে অনেকক্ষণ। আম্পায়ারের সিদ্ধান্তে ম্যাচ কমিয়ে আনা হয় ২৩ ওভারে। আগেই ১৭ ওভার খেলে ফেলেছিলো শ্রীলঙ্কা। বাকি থাকা ৬ ওভারে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৫৬ রান করে লঙ্কানরা।

পাথুম নিসাঙ্কা করেন ৬২ বলে ৫৬ রান। কুশল মেন্ডিস নিসাঙ্কার সমান রান করেন মাত্র ২২ বলে। আভিস্কা ফার্নান্দো করেন ৩৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১ টি করে উইকেট পান রস্টন চেজ ও শেরফানে রাদারফোর্ড। 

২৩ ওভারে ১৯৫ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ ওয়ানডে ম্যাচ রূপ নেয় ক্যারিবিয়ানদের প্রিয় টি-টোয়েন্টি ফরম্যাটে। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় তারা। আসিথা ফার্নান্দোর বলে কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ১৯ বলে ১৬ রান করে ফিরে যান ওপেনার ব্রেন্ডন কিং।

অন্য ওপেনার এভিন লুইস ব্যাট থাকে চালাতে থাকেন তা'ণ্ড'ব। অন্য প্রান্তে তাকে সঙ্গ দেন শাই হোপ। ২৭ রানে শাই হোপ আউট হলে লুইস আর রাদারফোর্ড মিলে বাকি কাজ টা শেষ করেন।

৬১ বলে ১০২ রানে অপরাজিত থাকেন এভিন লুইস। তার ইনিংসে ছিল ৯ চার ও ৪ টি ছক্কা। শেরফানে রাদারফোর্ড ছিলেন ২৬ বলে ৫০ রানে অপরাজিত। তার ইনিংসে ছিল ৪ টি চার ও ৩ টি ছক্কা। ম্যাচ সেরা হন এভিন লুইস।

Details Bottom
Details ad One
Details Two
Details Three