Image

বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 15 ঘন্টা আগেআপডেট: 3 ঘন্টা আগে
বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশ সফরের জন্য নতুন রূপে সাজানো দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই নেতৃত্বের দায়িত্ব থাকছে শাই হোপের কাঁধে। আগামী ১৮ অক্টোবর শুরু হবে দুই দলের মুখোমুখি লড়াই।

দলে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখও। প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন ব্যাটার আকিম অগাস্ট। একই দলে ফিরেছেন ভারতের বিপক্ষে টেস্টে অভিষিক্ত স্পিনার খারি পিয়েরে। টি-টোয়েন্টি স্কোয়াডেও এসেছে নতুন সংযোজন নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র‍্যামন সিমন্ডস এবং তরুণ ব্যাটার আমির জাঙ্গু।

তবে চোটের কারণে এবারও ওয়ানডে দলে নেই অভিজ্ঞ ওপেনার এভিন লুইস। কবজির ইনজুরি পুরোপুরি না সারায় তার পরিবর্তে সুযোগ পেয়েছেন অগাস্ট। অন্যদিকে, দীর্ঘদিন পর ফিরেছেন অলিক আথানেজে গত বছর ডিসেম্বরের পর এই প্রথম ওয়ানডে স্কোয়াডে জায়গা মিলেছে তার। চোট কাটিয়ে ফিরেছেন শামার জোসেফ, যিনি থাকছেন দুই ফরম্যাটের দলেই।

দল ঘোষণার পর কোচ ড্যারেন স্যামি বলেন, “আমরা এমন একটি দল গঠন করেছি যারা মাঠে নামবে জয়ের মানসিকতা নিয়ে। দলীয় ঐক্য বজায় রাখা ও ধারাবাহিকতা ধরে রাখা এই দুই দিকেই গুরুত্ব দিচ্ছি আমরা। বাংলাদেশ সফর আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি মজবুত করার বড় সুযোগ।”

সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর ঢাকায় শুরু হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ হবে ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে। এরপর চট্টগ্রামে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ—২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল:
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‍্যামন সিমন্ডস।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three