‘এবার ট্রল বন্ধ হবে কি না’; যা বললেন শান্ত
‘এবার ট্রল বন্ধ হবে কি না’; যা বললেন শান্ত
‘এবার ট্রল বন্ধ হবে কি না’; যা বললেন শান্ত
শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে স্বপ্নের মতো বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। কিন্তু গেল কয়েকদিনের পারফরম্যান্সে এই দলটার আত্মবিশ্বাস ছিল একেবারে তলানিতে। বিশেষ করে টপ অর্ডারের টানা ব্যর্থতা, যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় পরাজয়। তবে সব ছাপিয়ে লঙ্কানদের বিরুদ্ধে জয়, ছন্দে ফেরার আভাস নাজমুল হোসেন শান্তদের। ফেসবুক, সমালোচনা-ট্রল নিয়ে চিন্তা করেন না খেলোয়াড়রা। দলকে আগলে রেখে অধিনায়কের বক্তব্য, সবাই প্রতিদিন ভালো খেলবে না।
গ্রুপ অব ডেথ থেকে সুপার এইটে যাবে কোন দুই দল? শ্রীলঙ্কা ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে। শক্তিশালী ডি গ্রুপে থাকা বাংলাদেশ এখন বেশ ভালোভাবেই দেখছে পরের রাউন্ডে খেলার স্বপ্ন। শ্রীলঙ্কাকে হারিয়ে এক পা দিয়ে রাখল সেদিকে। এক দিন আগেই সাকিব-শান্তদের নিয়ে সব মহলে যত সমালোচনা ছিল, সব যেন মুছে গেছে মুহূর্তেই।
বিশ্বকাপ দারুণ শুরু পাওয়া বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে এবার ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধ হবে কিনা ব্যাঙ্গাত্মক কাণ্ড? বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন,
'এটা তো সামাজিক মাধ্যমে যারা কথা বলে তারা বলতে পারে (ট্রল বন্ধ হবে কিনা)। আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতেও পারব না। আমার মনে হয় না খেলোয়াড়রা অনেক বেশি এগুলো নিয়ে ভাবে।'
'আমার মনে হয় না চিন্তার খুব বেশি কারণ আছে। কারণ চাপের ম্যাচ ছিল। দিন শেষে আমরা জিততে চেয়েছি। ফলের কথা চিন্তা করলে আমরা দুটি পয়েন্ট পেয়েছি। ব্যাটসম্যানরা সবাই হয়তো জানে, আমরা ভালো খেলিনি। তবে সবাই প্রতিদিন ভালো খেলবে না।'
টাইগারদের ব্যাটিং ভরাডুবির বিষয়টি মোটেও পছন্দ হচ্ছে না ভক্ত-সমর্থকদের। দলের ব্যাটাররাও জানে তাদের ব্যর্থতা, তবে শান্ত বলে গেলেন সবাই প্রতিদিন ভালো খেলবে না। লঙ্কান ম্যাচে অবশ্য স্বস্তি এনে দিলেন লিটন দাস, দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টেনে নিয়ে গেছেন জয়ের পথে। মাঝে তাওহীদ হৃদয় ২০০ স্ট্রাইক রেটে করেছেন ৪০ রান।