'এমন খেলোয়াড়, যাকে দিয়ে কিছু হচ্ছে না', স্যাম কারেন প্রসঙ্গে বীরেন্দর শেবাগ
'এমন খেলোয়াড়, যাকে দিয়ে কিছু হচ্ছে না', স্যাম কারেন প্রসঙ্গে বীরেন্দর শেবাগ
'এমন খেলোয়াড়, যাকে দিয়ে কিছু হচ্ছে না', স্যাম কারেন প্রসঙ্গে বীরেন্দর শেবাগ
পাঞ্জাব কিংসের পারফরম্যান্স নিম্নগামী, এদিকে দলটির স্টান্ড-ইন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা স্যাম কারেনের ফর্মের অবস্থাও ভালো না। এসব নিয়ে আলাপ তুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগ। ক্রিকবাজের আলোচনায় শেবাগের সমালোচনার অংশটুকু বেশি। তিনি বুঝতে পারছেন না, কারেন ঠিক কী দায়িত্ব পালন করছে এবার পাঞ্জাবের হয়ে।
চলতি মৌসুমের ৬ নম্বর হার দেখল পাঞ্জাব। গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে অল্প রানে গুটিয়ে যায় তারা। এতে ম্যাচ জেতার আর তেমন সম্ভাবনা তৈরি হয়নি। কারেন ওপেনিংয়ে ব্যাট হাতে নামেন, খেলেন ১৯ বলে ২০ রানের ইনিংস। বল হাতে ২ ওভারে ১৮ রান দিয়ে নেন ১ উইকেট।
ক্রিকবাজে কথা বলতে গিয়ে শেবাগ জানান, “আমি স্যাম কারেনকে ব্যাটিং বা বোলিং অলরাউন্ডার হিসেবে রাখতে চাইতাম না। কারণ এমন খেলোয়াড়, যাকে দিয়ে কিছু হচ্ছে না, যে কি না কিছু ব্যাটিং বা বোলিং করবে। হয় আপনি ব্যাটিং দিয়ে ম্যাচ জেতাবেন অথবা আপনার বোলিং দিয়ে।”
দিল্লি ক্যাপিটালসের সাথে ৬৩ রানের ইনিংস চলতি আসরে কারেনের সুখস্মৃতি হয়ে আছে। এরপর থেকে ব্যাট ও বলে ছন্দ খুঁজে পাচ্ছেন না তিনি৷
মোট ৮ ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, ১৯ গড়ে রান করেছেন ১৫৩। সর্বশেষ মৌসুমে ২৭.৬০ গড়ে ২৭৬ রান করেন এই ইংলিশ অলরাউন্ডার, সাথে বল হাতে নেন ১১ উইকেট।
আগামী ২৬ এপ্রিল, ইডেন গার্ডেন্সে কোলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে কারেন ও তার দল পাঞ্জাব কিংস। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায়, তালিকার নবম স্থানে আছে পাঞ্জাব।