বরুণ চক্রবর্তী যোগ দিলেন ভারতের ওয়ানডে দলে
বরুণ চক্রবর্তী যোগ দিলেন ভারতের ওয়ানডে দলে
বরুণ চক্রবর্তী যোগ দিলেন ভারতের ওয়ানডে দলে
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্সের কারণে ওয়ামডে সিরিজের দলেও যুক্ত করা হয়েছে বরুণ চক্রবর্তীকে। রবিবার শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ভারতের ৪-১ ব্যবধানে জয়ে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। ৭.৬৬ ইকোনমিতে ৯.৮৬ গড়ে ১৪ টি উইকেট নিয়েছিলেন বরুণ।
বরুণ চক্রবর্তী ওয়ানডে স্কোয়াডের সাথে প্রথম ম্যাচের ভেন্যু নাগপুরে গেছেন। এবং মঙ্গলবার সেখানে অনুশীলন ও করেছেন। আন্তর্জাতিক ওয়ানডে এখনো অভিষেক হয়নি এই ক্রিকেটারের। এবার ই প্রথমবার তাকে ওয়ানডে দলে নেয়া হয়েছে। তিনি মাত্র ২৩ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। এবং এই আসরে বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে ছয় ম্যাচে ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন।
ওয়ানডে দলে তার উপস্থিতি ভারতের স্পিন-আক্রমণকে আরো শক্তিশালী করতো যাচ্ছে। গত বছরের আগষ্টের পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই একমাত্র ওয়ানডে সিরিজ খেলা হবে ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের বেশ কয়েকজন বোলার যেমন কুলদ্বীপ যাদব, মোহম্মদ শামি এবং জাসপ্রিত বুমরাহ- চোট থেকে ফিরে এসেছেন। বুমরাহ ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন শুধু মাত্র তৃতীয় ওয়ানডে। প্রথম দুই ম্যাচ খেলবেন হারশিত রানা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই যাওয়ার আগে ভারত ৬, ৯ এবং ১২ ফেব্রুয়ারি নাগপুর, কটক এবং আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে৷
ভারত ওয়ানডে স্কোয়াড:রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, আর্শদ্বীপ সিং, যশস্বী জয়সওয়াল, রিশাব পান্ট, রবীন্দ্র জাদেজা, হারশিত রানা (প্রথম দুই ওয়ানডে), জসপ্রিত বুমরাহ (তৃতীয় ওয়ানডে), বরুণ চক্রবর্তী।