Image

ভারতকে ভ'য় পাচ্ছে না যুক্তরাষ্ট্র, অ্যারন জোন্সের বার্তা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতকে ভ'য় পাচ্ছে না যুক্তরাষ্ট্র, অ্যারন জোন্সের বার্তা

ভারতকে ভ'য় পাচ্ছে না যুক্তরাষ্ট্র, অ্যারন জোন্সের বার্তা

ভারতকে ভ'য় পাচ্ছে না যুক্তরাষ্ট্র, অ্যারন জোন্সের বার্তা

বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুরুটা কানাডার বিপক্ষে জয় দিয়ে তারপর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার বার্তা বিশ্ববাসীকে জানান দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। সুপার এইটের পথ নিশ্চিত করতে এবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে দলটি। 

বর্তমান ক্রিকেটের পরাশক্তি ভারত। তবুও ভারতের বিপক্ষে খেলতে ভয় পাচ্ছে না যুক্তরাষ্ট্র, উল্টো শক্তিশালী দলটার বিপক্ষে খেলতে মুখিয়ে তারা তারা। দলটির সহ-অধিনায়ক অ্যারন জোন্স এই সম্পর্কে বলেন, 

"আমি যখন ছোট থেকে বড় হয়েছি, সব সময় ভাবতাম বিশ্বের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলব। এখন সেটার সুযোগ পাচ্ছি। তাই আমি মুখিয়ে আছি এই ম্যাচের জন্য। আমি যে সুযোগটা পেয়েছি, সেটা আমার কাছে ম্যাচটা রোমাঞ্চের, এক্ষেত্রে প্রতিপক্ষ দল শক্তিশালী বলে ভয় পাচ্ছি না মোটেই।"

যুক্তরাষ্ট্রের এই দলটায় কয়েকজন ভারতীয় আছেন। যারা একসময় খেলেছেন ভারতের হয়ে। এবার নিজের দেশের বিপক্ষে খেলার অপেক্ষায় আছেন তারা। জোন্স বলেন, "অবশ্যই তাদের সঙ্গে খেলব, আলাপ করব। তবে চেষ্টা করব জেতার। আমাদের দলে অনেক ভারতের ছেলেরা রয়েছে, যারা এবারের ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অতীতে খেলেছে, তাই তারাও বেশ রোমাঞ্চিত, এই ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলার জন্য।"

শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচকে বাড়তি চ্যালেঞ্জ হিসাবে না দেখে স্বাভাবিকভাবেই দেখছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। তিনি বলেন, " না, একদমই না। আমার মনে হয় এটাকে স্বাভাবিক ম্যাচ হিসেবেই দেখব। আমরা জানি ভারত ভালো দল, কিন্তু আমরা আগেও ভালো দলকে হারিয়েছি। এটাকে সত্যি বলতে সাধারণ একটা ম্যাচ হিসেবে দেখব- কোনো নাম বা দলের বিপক্ষে খেলছি এমন না।"

দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে সুপার এইটে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ভারতকে হারাতে পারলে নিশ্চিত হয়ে যাবে তাদের পরবর্তী রাউন্ড খেলা। 

Details Bottom