Image

যে কারণে ২০২৬ বিপিএল স্থগিত হতে পারে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 14 ঘন্টা আগেআপডেট: 37 মিনিট আগে
যে কারণে ২০২৬ বিপিএল স্থগিত হতে পারে

যে কারণে ২০২৬ বিপিএল স্থগিত হতে পারে

যে কারণে ২০২৬ বিপিএল স্থগিত হতে পারে

আগামী সাধারণ নির্বাচনের কারণে সময়সূচিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান মাহবুব আনাম জানিয়েছেন, নির্ধারিত ডিসেম্বর-জানুয়ারির বদলে মে মাসে অনুষ্ঠিত হতে পারে পরবর্তী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

বৃহস্পতিবার (১০ জুলাই) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।

এর আগের দিনই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সব সংস্থাকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন। নির্বাচনের সম্ভাব্য সময় ২০২৬ সালের প্রথম দিকে। এ কারণেই বিপিএলের সময় পরিবর্তনের আলোচনা।

"নির্বাচনের কারণে বিপিএলের সময় পরিবর্তন হতে পারে। ডিসেম্বরে আয়োজন করা গেলে ভালো, না হলে বিকল্প সময় হিসেবে মে মাস ভাবা হচ্ছে। সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।"


পরবর্তী পাঁচ বছরের জন্য বিপিএলের নতুন চক্র শুরু করতে যাচ্ছে বিসিবি। এ উপলক্ষে ইতোমধ্যে স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সি ফার্ম নিয়োগে EOI (Expression of Interest) বিজ্ঞাপনও দিয়েছে বোর্ড। মাহবুব জানান, এবার এমন প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে যারা আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ আয়োজনের অভিজ্ঞতা রাখে।

"যাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ আয়োজনের অভিজ্ঞতা আছে এবং দক্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত, তারা অগ্রাধিকার পাবে। আগে অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যা বিসিবির ক্ষতি করেছে,"

তিনি আরো বলেন, "বিপিএলের নিজস্ব মান গড়ে তোলা দরকার। অতীতে কিছু ভুল হয়েছে, তার দায় বিসিবির। আমরা বিপিএলের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে চেষ্টা করব।"


নতুন আর্থিক মডেল চূড়ান্ত হওয়ার পরই স্পন্সরদের যাচাই-বাছাই করা হবে জানিয়ে মাহবুব বলেন, "অনেক কোম্পানি আগ্রহ দেখাচ্ছে, তবে আর্থিক কাঠামো ঠিক হওয়ার পরই তাদের মূল্যায়ন করা হবে। বিসিবি সরাসরি করপোরেট হাউজের সঙ্গে যোগাযোগ করবে।"

বর্তমানে ঢাকায়, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে বিপিএল অনুষ্ঠিত হয়। তবে আগামী আসরে ভেন্যুর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। "ভেন্যু বাড়ানোর চেষ্টা করছি। নতুন ভেন্যু যোগ করা হবে যদি তারা আইসিসির মান পূরণ করে এবং খেলোয়াড়দের থাকার ভালো ব্যবস্থা থাকে,"

তিনি জানান, বগুড়া ও খুলনা স্টেডিয়ামে অডিট কার্যক্রম চলছে, বরিশালে কাজ চলছে এবং জাতীয় ক্রীড়া পরিষদ রাজশাহী স্টেডিয়াম নিয়েও কাজ করছে। এসব ভেন্যুর মধ্যে যেগুলো মান অনুযায়ী হবে, সেগুলো যোগ করা হতে পারে আগামী বিপিএলে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three