Image

সুপার এইটে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকবেন যারা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সুপার এইটে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকবেন যারা

সুপার এইটে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকবেন যারা

সুপার এইটে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকবেন যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের। নেপালের বিপক্ষে ২১ রানে জিতে অষ্টম দল হিসেবে সুপার এইটে পৌঁছায় বাংলাদেশ। মোট ১৬ জন আম্পায়ার সুপার এইটের ১২টি ম্যাচ পরিচালনার সঙ্গে জড়িয়ে থাকবেন। সুপার এইটে বাংলাদেশের তিন ম্যাচে দায়িত্বে থাকছেন বেশকিছু অভিজ্ঞ আম্পায়ার। 

সুপার এইট পর্বে গ্রুপ ‘১’-এ থাকা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানকে। ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের অভিজ্ঞ রিচার্ড ইলিংওর্থ ও মাইকেল গফ। টিভি আম্পায়ারের ভূমিকা পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।

একই ভেন্যুতে পরদিনই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসাবে ফের দেখা যাবে মাইকেল গফকে। অ্যান্টিগায় সেদিন টিভি আম্পায়ারের ভূমিকা পালন করবেন ল্যাংটন রুসেরে।

সুপার এইটে বাংলাদেশের শেষ ম্যাচটি ২৫ জুন, আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা খেলবে সেন্ট ভিনসেন্টে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে মাঠে গড়াবে এই লড়াই। এ মাঠেই গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলে সুপার এইট নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল। ভারতের নিতিন মেননের সঙ্গে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসাবে দেখা যাবে ল্যাংটন রুসেরেকে। টিভি আম্পায়ারের কাজ সামলাবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক।

Details Bottom
Details ad One
Details Two
Details Three