Image

এসএ২০ লিগের নিলামে দুই বাংলাদেশি ক্রিকেটার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এসএ২০ লিগের নিলামে দুই বাংলাদেশি ক্রিকেটার

এসএ২০ লিগের নিলামে দুই বাংলাদেশি ক্রিকেটার

এসএ২০ লিগের নিলামে দুই বাংলাদেশি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগের প্লেয়ার্স ড্রাফটের সংক্ষিপ্ত তালিকায় নাম এসেছে দুই বাংলাদেশি ক্রিকেটারের। অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আরেকজন হলেন পেসার হাসান মাহমুদ। নিলাম ১ অক্টোবর, টুর্নামেন্ট শুরু ৯ জানুয়ারি।

আসন্ন ২০২৫ সালের এসএ২০ লিগের প্লেয়ার অকশনের আগে খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ১ অক্টোবর নিলামে থাকবে বাংলাদেশের দুই ক্রিকেটার; হাসান মাহমুদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। হাসান মাহমুদের ভিত্তিমূল্য ৪ লাখ ২৫ হাজার সাউথ আফ্রিকান র‍্যান্ড। সাইফউদ্দিনের রিজার্ভ প্রাইস নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার র‍্যান্ড।

১১৫ জন দক্ষিণ আফ্রিকান সহ প্রায় ২০০ খেলোয়াড় নিয়ে তালিকা তৈরি করা হয়েছে, তবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি অকশন থেকে মাত্র ১৩ জন খেলোয়াড় দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশী কোটায় ৬ দল নিবে মোট ১০ ক্রিকেটারকে। 

প্রোটিয়া ব্যাটসম্যান রেজা হেনড্রিক্স,পাক পেসার নাসিম শাহ, উইন্ডিজের ফাস্ট বোলার শামার জোসেফ, কিউই তারকা ব্যাটার মার্টিন গাপটিল এবং ইংলিশ তরুণ পেসার জশ হাল আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে রয়েছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three