ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ; গ্যালারির পুরোটাই ফাঁকা
ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ; গ্যালারির পুরোটাই ফাঁকা
ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ; গ্যালারির পুরোটাই ফাঁকা
'সত্যিই হতাশাজনক': ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খালি স্ট্যান্ড ইন্টারনেটে আলোড়ন তুলেছে। ঘরের দলের প্রথম ম্যাচেও স্থানীয় দর্শকদের কোনো আগ্রহ নেই। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের গ্যালারির প্রায় পুরোটাই ফাঁকা পড়ে আছে।
২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসেছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু গায়ানার অর্ধেক খালি স্টেডিয়াম স্থানীয় আয়োজক কমিটির কাছে চরম বিব্রতকর। বিশ্বকাপে এ যেন 'জিরো ভাইব'।
রবিবার গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউ গিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যারিবিয়ান লেগ শুরু করেছে। কিন্তু এই ম্যাচে খালি স্ট্যান্ড এবং ভক্ত-সমর্থকদের অভাব বেশ স্পষ্ট। প্রভিডেন্স স্টেডিয়ামের গ্যালারিগুলো শুধুমাত্র আংশিকভাবে পূর্ণ ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স' এ অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ তো লিখছেন, 'ক্রিকেট বেঁচে আছে শুধু উপমহাদেশের কারণে, বিশেষ করে ভারতে।'
'বিশ্বাস করতে পারছি না এখানে ভিড় কত কম। ওয়েস্ট ইন্ডিজের ঘরের বিশ্বকাপ খেলা, সত্যিই হতাশাজনক।' 'হোম সাইড, ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী খেলায় প্রায় শূন্য গ্যালারি।'
Crowd 🤯
— Qasim (@crickinfo1010) June 2, 2024
Dekh k lag raha k west indies main cricket mar rahi oxygen di jai inhain
#T20WorldCup2024 pic.twitter.com/Yw91RF3PaP
West Indies ka apna crowd unka match dekhnay nai aya to baqi teams k matches main kahan se aye ga.
— Cric mate (@crickymat77) June 2, 2024
One major reason is high price of Tickets.#WT20_2024 pic.twitter.com/tjt2mcrP0w
Can't believe how small the crowd is here. Really disappointing for a West Indies home World Cup game #T20WorldCup
— Billy Crawford (@BillCrawford87) June 2, 2024
Crowd for first game of the host nation West Indies. Cricket is alive only cuz of subcontinent or dare I say only cuz of India. pic.twitter.com/HkQ6sASdvk
— Ali (@Aliiiii15245) June 2, 2024
Almost zero crowd for the opening game of Home side, West Indies.#T20WC
— 𝙉𝙤𝙮𝙖𝙣 (@notabihour) June 2, 2024
Empty stadium in the opening match of host West Indies
— Aditya 🍉 (@Aditya_Kohli_18) June 2, 2024
This is the Perfect Example of how Franchise Cricket is playing a huge impact on International Cricket (especially West Indies) pic.twitter.com/ab82sUzGzL