Image

হোয়াইট বল স্পেশালিস্ট জশ ইংলিস এক ফোন কলে টেস্ট দলে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হোয়াইট বল স্পেশালিস্ট জশ ইংলিস এক ফোন কলে টেস্ট দলে

হোয়াইট বল স্পেশালিস্ট জশ ইংলিস এক ফোন কলে টেস্ট দলে

হোয়াইট বল স্পেশালিস্ট জশ ইংলিস এক ফোন কলে টেস্ট দলে

জশ ইংলিসের কী এক মাস কেটেছে! শেফিল্ড শিল্ডে জোড়া সেঞ্চুরি। এরপর অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব সামলেছেন। টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক হয়েছেন ইংলিস, সিরিজ শুরু আজ থেকে। হোয়াইট বল স্পেশালিস্ট হিসেবে পরিচিত কিপার-ব্যাটার জশ ইংলিস ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডেও পেলেন ডাক। সাদা বলের তারকা জশ ইংলিসের বিস্ময়কর অন্তর্ভুক্তি। যা স্বয়ং ইংলিসের কাছেই লেগেছে চমক। 

ইন-ফর্ম উইকেটরক্ষক জশ ইংলিস বর্ডার-গাভাস্কার ট্রফির উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে যুক্ত হয়ে রীতিমতো অবাকই হয়েছেন। গেল এক মাসে তার নামের পাশে লেখা হয়েছে এমন সব মাইলফলক, যা হয়তো তিনি কল্পনাতেও রাখেননি। ইংলিসের নাম ঘোষণা অনেকের কাছে কিছুটা চমকও বটে।

২৯ বছর বয়সী ইংলিস অস্ট্রেলিয়ার ১৪তম টি-টোয়েন্টি ও ৩০তম ওয়ানডে অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ানডেতে তার অধিনায়কত্বের অভিষেক। আজ থেকে ব্রিসবেনে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অজিদের নেতৃত্ব দেবেন ইংলিস। এমন সব অর্জনের মাঝে ঐতিহাসিক বর্ডার-গাভাস্কার ট্রফি পার্টিতে ডাক। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কাছ থেকে একটি ফোন পেয়ে রীতিমতো অবাক হন, তাকে বলা হয় ২২ নভেম্বর প্রথম টেস্টের জন্য তাকে পার্থে প্রয়োজন হবে।

 নিজের নাম দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন ইংলিশ। আনপ্লেবল পডকাস্টকে বলেছেন, 'সত্যিই আমি এটি (টেস্ট স্কোয়াড) সম্পর্কে খুব বেশি চিন্তা করিনি।' 

'আমাদের ওয়ানডে সিরিজ ছিল, এবং আমি এটি সম্পর্কে আরও চিন্তা করছিলাম, টি-টোয়েন্টি সিরিজ আসছে এবং অধিনায়কত্ব নিয়ে। তাই টেস্ট সিরিজ নিয়ে খুব বেশি ভাবিনি। এবং তারপরে রনি (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) রাতে আমাকে ফোন করেছিলেন এবং আমাকে জানান। এটি অবশ্যই একটি দুর্দান্ত ফোন কল ছিল।'

পার্থ টেস্টের ১৩ সদস্যের স্কোয়াডে থাকলেও জশ ইংলিসকে ওপেনিংয়ের জন্য ভাবা হচ্ছে না। অ্যালেক্স ক্যারির মতো কিপারকে বসিয়ে জস ইংলিশ খেলানো হলে, তা হবে বড় চমক। আপাতত স্কোয়াড দেখে বলা যায়, স্কট বোল্যান্ড এবং জশ ইংলিসই রিজার্ভে থাকবেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three