চট্টগ্রামেও খেলতে পারবেন না টেম্বা বাভুমা
চট্টগ্রামেও খেলতে পারবেন না টেম্বা বাভুমা
চট্টগ্রামেও খেলতে পারবেন না টেম্বা বাভুমা
চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলা হয়নি টেম্বা বাভুমার। শেষ হওয়া মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেন এইডেন মার্করাম। দ্বিতীয় ম্যাচেও তার কাঁধেই থাকবে দায়িত্ব। বাভুমা ছিটকে গেলেন চট্টগ্রামে হতে যাওয়া দ্বিতীয় টেস্ট থেকেও।
টেম্বা বাভুমা বাংলাদেশ সফরে এসেও চোটের কারণে ম্যাচ খেলতে পারছেন না। ক্রিকেট সাউথ আফ্রিকার নির্বাচকরা আশা করছিল, সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ফিট হবেন বাভুমা। প্রোটিয়া মেডিকেল টিমের তত্ত্বাবধানে ঢাকায় ফিটনেস পুনরুদ্ধারও চালিয়ে যান এই ব্যাটার।
কিন্তু দুর্ভাগ্য বাভুমার, খেলতে পারছেন না শেষ টেস্টও। এইডেন মার্করাম ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন। বাভুমার "কভার হিসাবে" আগেই দলে ডাকা হয় ডিওয়াল্ড ব্রেভিসকে। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ব্রেভিস প্রোটিয়া জার্সিতে অবশ্য দুটি টি-টোয়েন্টি খেলেছেন।
বাংলাদেশ সফরের জন্য দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড- এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিডট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), কাইল ভেরেইনা (উইকেটরক্ষক)।