বাংলাদেশ ম্যাচের আগে বিরক্ত ও অখুশি রোহিত-কোহলিরা
বাংলাদেশ ম্যাচের আগে বিরক্ত ও অখুশি রোহিত-কোহলিরা
বাংলাদেশ ম্যাচের আগে বিরক্ত ও অখুশি রোহিত-কোহলিরা
ভারতের বিপক্ষে আগামীকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউইয়র্কের সে ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে বিরক্তিতে রোহিত শর্মা, ভিরাট কোহলিরা। অভিযোগ অনুশীলন পিচ থেকে খাবার পর্যন্ত।
আমেরিকার বিরুদ্ধে ডালাসে বৃষ্টির কারণে বাংলাদেশ খেলতে পারেনি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ। দ্বিতীয় ম্যাচই তাই বাংলাদেশের জন্য একমাত্র, যেখানে প্রতিপক্ষ ভারত। তবে বিরক্ত রোহিতরা, অনুশীলনের ব্যবস্থা নিয়ে অখুশি।
ভারতীয় দল বিশ্বকাপের আগে বাংলাদেশের বিরুদ্ধে আগামীকাল ১ জুন একমাত্র অনুশীলন ম্যাচ খেলতে নামবে। ম্যাচটি নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে সেই ম্যাচে কোহলিকে সম্ভবত দেখা যাবে না।
আমেরিকায় অনুশীলনের ব্যবস্থা নিয়ে খুশি হতে পারছেন না রোহিত শর্মারা। খুব সাধারণ মানের প্র্যাকটিস সরঞ্জাম নিয়ে অনুশীলন করতে হচ্ছে বলে অভিযোগ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। প্রস্তুতির মাঠ নিয়েও খুশি নয় টিম ইন্ডিয়া। এমনটাই দাবি করল বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
২ জুন থেকে শুরু হবে ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হবে সেই ম্যাচ। ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। এ ছাড়াও আমেরিকা (১২ জুন) এবং কানাডার (১৫ জুন) বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের।