Image

রেকর্ড গড়েছেন জানতেন না তানজিম হাসান সাকিব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রেকর্ড গড়েছেন জানতেন না তানজিম হাসান সাকিব

রেকর্ড গড়েছেন জানতেন না তানজিম হাসান সাকিব

রেকর্ড গড়েছেন জানতেন না তানজিম হাসান সাকিব

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তানজিম হাসান সাকিব বলেছিলেন আগ্রাসী ক্রিকেট খেলবেন। যেই কথা, সেই কাজ। নেপালের ব্যাটারদের উপর চড়াও হয়ে টপ অর্ডারকে একা হাতে দিয়েছেন ধ্বসিয়ে। ৪ ওভার বোলিং করে প্রতিপক্ষের ৪ উইকেট শিকার করেছেন এই পেসার।

উইকেট নেয়ার পাশাপাশি তানজিম সাকিব এদিন গড়েছেন রেকর্ড। বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন তার। তাঁর উপরে আছেন মুস্তাফিজুর রহমান। ২০১৬ সালে কোলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজ ২২ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

শুধু বোলিং ফিগারের নয় বরং ডট বলের রেকর্ডও নিজের করে নিয়েছেন তানজিম হাসান সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক ইনিংসে দুটি মেডেন ওভার করেছেন তিনি। ১ ইনিংসে তিনি করেছেন ২১টি ডট বল যা বিশ্বকাপে কোনো বোলারের সর্বোচ্চ। 

নিজের নতুন এই রেকর্ডের ব্যাপারে তিনি জানেন কিনা মিক্সড জোনে সাকিবের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন তখন ই জানলেন। অনুভূতির কথা জানতে চাওয়া হলে সাকিব বলেন,

"এখন জানলাম আসলে কোনো ফিল কাজ করছে না। হয়ত পরে কাজ করবে। আসলে মাথায় ছিল ঐসময় আমার শুধু উইকেটের ধান্ধা ছিল।"

নিজের আত্নবিশ্বাস প্রসঙ্গে সাকিব বলেন, "আসলে প্রত্যেকটা প্লেয়ারের হারের আগে হেরে না যাওয়ার বিষয়টা থাকা গুরুত্বপূর্ণ। আমি কখনো চিন্তা করব না যে আমি হেরে গেছি। আমি হেরে গেলে সেখান থেকে শেখার আছে, ভালো করলে সেখানে আমি ভালো করছি। খারাপ দিন যাইতে পারে আমার ফোকাস থাকে আমি এখান থেকে কী শিখতে পারি। এ কারণে হয়ত আপনি কথার মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পান।"

অন্যদের মত নিজেকে সেরা মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, "অবশ্যই আমি নিজেকে এভাবে প্রস্তুত করতেছি। আমি আমার নিজের উপর বিশ্বাস রাখি, দলের উপর অনেক বিশ্বাস রাখি। আমরা অনেক দূর এগিয়ে যাব ইন শা আল্লাহ।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three