স্পিনারদের পক্ষে আওয়াজ তুলেছেন তাইজুল
স্পিনারদের পক্ষে আওয়াজ তুলেছেন তাইজুল
স্পিনারদের পক্ষে আওয়াজ তুলেছেন তাইজুল
ভবিষ্যতে তাইজুল-মিরাজদের স্পিন অ্যাটাকে সঙ্গ দেবেন কে? সাকিব আল হাসানের অবসর পরবর্তীতে উঠে আসে এই প্রশ্ন। বাংলাদেশে তরুণ স্পিনার উঠে আসছেনা এ নিয়ে সমালোচনা ছিল আগে থেকেই। স্পিনার হাসান মুরাদ দলে থাকলেও মিরপুর টেস্টের একাদশে জায়গা পাননি। একাদশে থেকেও উইকেট পাননি তরুণ স্পিনার নাইম হাসান। চট্টগ্রাম টেস্টের আগে নাইমের পাশে দাঁড়িয়েছেন তাইজুল ইসলাম।
নাইম হাসান এ পর্যন্ত ১১টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ৩৬টি উইকেট। নিজের শহর চট্টগ্রামেই পেয়েছেন দুইটি ফাইফার। মিরপুর টেস্টে উইকেট না পেলেও নিজের ঘরের মাঠে দারুণ কিছু করবে, বিশ্বাস তাইজুলের।
ভবিষ্যতে দেশের ক্রিকেটে নতুন স্পিনার উঠে আসবে কিনা, এ ব্যাপারে চট্টগ্রাম টেস্টের আগে সংবাদ সম্মেলনে নাইমের উদাহরণ দিয়ে তাইজুল বলেন, "উঠে আসার বিষয় না। নাইমের রেকর্ড দেখলেও কিন্তু বুঝবেন যথেষ্ট ভালো করছে সে, একেবারে খারাপ না। এক ম্যাচে উইকেট পায় নাই দেখেই যে সামনে আর পারবে না, বিষয়টা এমন না। দুয়েকটা ম্যাচ এমন হতেই পারে। দেখবেন সামনে যে ম্যাচ আছে সেখানে ইনশাআল্লাহ, কামব্যাক করবে।"
স্পিনারদের পক্ষ নিয়ে তাইজুল আরো বলেন, "আপনারা অতীতের রেকর্ড দেখুন। মিরাজ কিন্তু গত সিরিজেও ভালো করেছে। পাকিস্তান-ভারতের বিপক্ষেও সে ভালো খেলেছিলো। নাইমের অতীত রেকর্ডও ভালো। সে চট্টগ্রাম-মিরপুরেও ভালো খেলেছে। এক ম্যাচ দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত না, তারা পারবে না, ব্যাপারটা এমন কিছু না।"
দ্বিতীয় টেস্টে টিম কম্বিনেশন কেমন হবে এমন প্রশ্নের উত্তরে তাইজুল বলেন, "এখনও সেভাবে বলা হয়নি। সবাইকে প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। কাল ম্যাচ, কোন একাদশ খেলবে কালই জানতে পারব।"