নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং ব্যর্থতায় সিলেট টাইটান্সের ৬ উইকেটে জয়

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং ব্যর্থতায় সিলেট টাইটান্সের ৬ উইকেটে জয়

নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং ব্যর্থতায় সিলেট টাইটান্সের ৬ উইকেটে জয়

নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং ব্যর্থতায় সিলেট টাইটান্সের ৬ উইকেটে জয়

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসকে ৬ উইকেটে হারিয়েছে সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিরলভাবে ব্যাটিং ব্যর্থতায় নোয়াখালী সংগ্রহ করে মাত্র ৬১ রান। জয়ের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় সিলেট।

নোয়াখালী এক্সপ্রেস প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও ইনিংসটা তাদের জন্য কিছুতেই জমে উঠতে পারেনি। শুরু থেকেই ব্যাটাররা দলীয় চাপের বিপরীতে আত্মবিশ্বাস হারাতে থাকে। হাবিবুর রহমান সোহান করেন ১৮ রান। সৌম্য সরকার আউট হন সিঙ্গেল ডিজিটে।

মাহিদুল ইসলাম অংকন কিছুটা লড়াই করলেও বড় রান করতে ব্যর্থ হন। তিনি করেন দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান। ফলাফল ১৪.২ ওভারে ৬১ রানে অলআউট হয় নোয়াখালী এক্সপ্রেস।

সিলেটের হয়ে আজ অসাধারণ বোলিং করেন নাসুম আহমেদ। নোয়াখালীর ব্যাটিং ধ্বসের অন্যতম নায়ক তিনি। ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচা করে তিনি তুলে নেন ফাইফার।

জবাবে সিলেট টাইটানস মাত্র ৮.৪ ওভারেই লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে ৬ উইকেটে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই আউট হন পারভেজ ইমন। জাকির হাসান ও তওফিক খানের ৫৩ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌছে যায় সিলেট। তওফিক করেন ১৮ বলে ৩২ এবং জাকির ২৩ বলে ২৪ রান। নোয়াখালীর হয়ে জাহির খান ৩ টি উইকেট শিকার করলেও সিলেট জয় ছিলো সময়ের অপেক্ষা। ৪ উইকেট হারিয়ে ৮.৪ ওভারে জয় নিশ্চিত করে সিলেট।