পুনর্বাসন শেষে বদলে গেছেন সুরিয়াকুমার যাদব!
পুনর্বাসন শেষে বদলে গেছেন সুরিয়াকুমার যাদব!
পুনর্বাসন শেষে বদলে গেছেন সুরিয়াকুমার যাদব!
সুরিয়াকুমার যাদব মাঠে ফিরেছেন চোট ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে। প্রায় ৪ মাস মাঠের বাইরে থাকার পর তার এই ফেরা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য স্বস্তিদায়ক বটেই। যদিও ফিরে এসে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। তবে নিজেকে পরিবর্তিত রূপে দেখার আনন্দ সুরিয়াকুমারের চোখ-মুখ দিয়ে ঠিকরে বের হচ্ছে।
মূলত ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) ভারতীয় ক্রিকেটারদের চোট পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়ে থাকে। এই প্রক্রিয়া নিয়ে সম্প্রতি কথা বলেছেন সুরিয়াকুমার। জানিয়েছেন সেখানে কী ধরনের জীবন কাটিয়েছেন তিনি। পাশাপাশি নিজের ভেতরে নানাবিধ পরিবর্তন অনুধাবন করতে পারার আনন্দ তার মধ্যে রয়েছে।
তিনি বলেন, “শেষ ৩ মাস আসলে বর্ণনা করা বেশ কঠিন।”
আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এই ক্রিকেটার আরও যোগ করেন, “এটা আমাকে একজন মানুষ হিসেবে এবং ক্রীড়াবিদ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছে। প্রথম দুই-তিন সপ্তাহের কথা যদি বলি, আমি একই জিনিস করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম রিহ্যাবে। চতুর্থ ও পঞ্চম সপ্তাহে গিয়ে বুঝতে পারি, সামনে আগানো গুরুত্বপূর্ণ। এটা ভাবা জরুরি যে, আমি কীভাবে ফিরে আসতে চাই।”
সুরিয়াকুমার তার গোড়ালিতে চোট পান ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের সময়। এরপর একটি স্পোর্টস হার্নিয়ার কারণে এ বছরের জানুয়ারিতে অস্ত্রোপচার করতে হয় তাকে। এরপর থেকে বেঙ্গালুরুর এনসিএ’ তে মেডিকেল কর্মকর্তাদের সাথেই কাটিয়েছেন তিনি।
পুনর্বাসন প্রক্রিয়াতে খাদ্যাভ্যাস থেকে শুরু করে, ঠিকঠাকভাবে সূচি মেনে চলা, শরীরকে বিশ্রাম দেওয়া এসব বিষয় যুক্ত ছিল। এছাড়াও এর আগে বই পড়ার অভ্যাস ছিল না সুরিয়াকুমারের। যা এই প্রক্রিয়াতে তিনি করেছেন।
তিনি যখন তার স্ত্রীর সাথে বলেছেন বা একাডেমির আরো অনেকের সাথে আলাপ করেছেন, সবাই একটা জিনিস জানিয়েছে। সুরিয়াকুমারের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে৷ তার দ্বিতীয় সংস্করণ হিসেবে অনেকে দেখছেন এটা।
সুরিয়াকুমার বলেন, “আমি আমার জীবনে কখনো বই পড়িনি। আমি সেটাও শুরু করেছিলাম। সকালে ঘুম থেকে উঠিতাম, রিহ্যাবে ভালো সময় কাটাতাম, সবকিছুতে মনোযোগ রাখতাম, নিজের সাথে সংযুক্ত থাকতাম, রিহ্যাবে আমার শরীর ও মস্তিষ্ককে বুঝতে চাইতাম। এটা আমাকে সত্যি দ্রুত ফিরে আসতে সাহায্য করেছে।”
আজ (বৃহস্পতিবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে সুরিয়াকুমারের দল। ফিরে এসে প্রথম ম্যাচে রান না পেলেও, দ্বিতীয় ম্যাচ নিয়ে আশাবাদী হওয়ার চেষ্টা থাকবে এই মারকুটে ভারতীয় ব্যাটারের। অন্তত নিজের পরিবর্তিত রূপের কিছু ঝলক ব্যাটেও দেখানোর চেষ্টা তো করবেন।