শ্রীলঙ্কায় এসে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড
- 1
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 2
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 3
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 4
এশিয়া কাপে দুই বাংলাদেশি আম্পায়ার, ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বেও তারা
- 5
রেকর্ডবুকে নতুন দাগ, ৩৪২ রানের হারে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার কোচ

শ্রীলঙ্কায় এসে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড
শ্রীলঙ্কায় এসে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড
আগের দিনই বড় জয়ের সুবাস নিয়ে খেলা শেষ করে শ্রীলঙ্কা। আজ গলে নিশ্চিত হলো সে জয়, নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৫৪ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক লঙ্কানরা। দুই টেস্টের সিরিজ খেলতে এসে কিউইরা পেল হোয়াইটওয়াশের লজ্জা।
দুই ম্যাচে মোট ১৮ উইকেট শিকার করা প্রবাথ জয়াসুরিয়ার হাতে গেল সিরিজসেরার পুরষ্কার। একাধিক রেকর্ড ছুঁয়ে ১৮২ রানের হার-না-মানা ইনিংস খেলা কামিন্দু মেন্ডিস জিতলেন ম্যাচ সেরার পুরষ্কার। তবে দ্বিতীয় ইনিংসে কিউইদের থামাতে অবদান রাখেন নিশান পেইরিস, একাই নেন ৬ উইকেট।
এ নিয়ে টানা তিন টেস্ট জিতল শ্রীলঙ্কা। দ্য ওভালে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারানোর পর ঘরের মাঠে এসে নিউজিল্যান্ডকে দিল হোয়াইটওয়াশের লজ্জা। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল তিনে থাকা শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৬০২ রানের জবাবে একশো রানও করতে পারেনি নিউজিল্যান্ড। প্রবাথ জয়াসুরিয়ার ৬ উইকেট শিকার, ৮৮ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। গল টেস্টে বাধ্য হয় ফলো-অনে। দ্বিতীয় ইনিংসে অবশ্য স্কোরবোর্ডে ৩৬০ রান জমা করতে পারে কিউইরা। আর তাতেই লঙ্কানরা পেল ইনিংস ও ১৫৪ রানের বড় জয়।