মিরপুরে টাইগার স্পিন নিয়েই যত ভয় দক্ষিণ আফ্রিকার
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
মিরপুরে টাইগার স্পিন নিয়েই যত ভয় দক্ষিণ আফ্রিকার
মিরপুরে টাইগার স্পিন নিয়েই যত ভয় দক্ষিণ আফ্রিকার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। এটা বাংলাদেশের জন্য ক্ষতির হলেও স্বস্তির বিষয় প্রোটিয়াদের জন্য। মিরপুরের স্পিন বান্ধব উইকেটে সাকিব কতটা ভয়ংকর হতে পারে সেটা অকপটে স্বীকার করলেন বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।
রবিবার মিরপুরে অনুশীলন শেষ করে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মার্করাম। উপমহাদেশের পিচ কন্ডিশন কঠিন হবে প্রোটিয়াদের জন্য। দেশে সাধারণত এমন উইকেটে খেলেন না জানিয়ে মার্করাম বলেন,
"স্পিন অবশ্যই আলোচনার বিষয়, বিশেষ করে যখন কিনা আমরা দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। আমাদের দেশে এমন কন্ডিশন পাই না। আমাদের জন্য রোমাঞ্চকর এক চ্যালেঞ্জ। তাও তরুণ একটা দল, যারা এখানে টেস্ট খেলেনি। নতুন কন্ডিশনে খেলা সবসময় রোমাঞ্চকর। এখান থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচ এবং ভবিষ্যতে উপমহাদেশের খেলায় কাজে লাগাতে হবে।"
কন্ডিশন ভিন্ন হলেও ভালো ক্রিকেট খেলতে চায় দক্ষিণ আফ্রিকা, "আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। স্পিনের বিরুদ্ধে ভালো খেলতে চাই, এই কন্ডিশন মানিয়ে নিতে চাই। একসাথে অনেকগুলো সেশন ভালো খেলে অতীতের মতোই ফলাফল পক্ষে আনতে চাই। তবে এটা সহজ হবে না। এই কন্ডিশন আমাদের জন্য বেশ ভিন্ন।"
দক্ষিণ আফ্রিকার স্পিন বিভাগের অন্যতম ভরসা কেশব মহারাজ। বাংলাদেশে পূর্বে খেলার ও অভিজ্ঞতা আছে তার। তিনি পরামর্শ দিচ্ছেন জানিয়ে মার্করাম বলেন, "মহারাজ বেশ অভিজ্ঞ একজন ক্রিকেটার। সে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। আমরা ৪ দিন ক্যাম্প করেছি, সাধ্যমতো প্রস্তুতি নিয়েছি। কাল দেখা যাক উইকেট কেমন হয়।"