Image

শ্রীলঙ্কাকে পাত্তা না দিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ শুরু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 2 ঘন্টা আগে
শ্রীলঙ্কাকে পাত্তা না দিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ শুরু

শ্রীলঙ্কাকে পাত্তা না দিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ শুরু

শ্রীলঙ্কাকে পাত্তা না দিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ শুরু

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের 'তথাকথিত' প্রথম বিগ ম্যাচটা হলো একেবারেই প্রতিদ্বন্দ্বিতাহীন একপেশে ম্যাচ। মাত্র ৭৭ রানে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে ৬ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৭ রান খরচায় ৪ উইকেটের অতিমানবীয় বোলিং ফিগার নিয়ে আনরিখ নরকিয়া পেলেন ম্যাচ সেরার পুরষ্কার। 

সোমবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। অপরিচিত উইকেটে প্রথমে ব্যাট করা আত্মঘাতী সিদ্ধান্ত তা বুঝতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লঙ্কান ব্যাটারদের। শুরুতেই পাথুম নিশাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৩ রানে ৮ বলে  মাত্র ৩ রান করে আউট হন নিশাঙ্কা।  তারপর কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস ও টিকতে পারেননি বেশিক্ষণ। দলীয় ৩১ রানে ১৫ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান কামিন্দু। তার বিদায়ের পর দ্রুতই আরও চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা।

অধিনায়ক হাসারাঙ্গা ও সাদিরা সামাবিক্রমা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুস ও দাসুন শানাকা মিলে ছক্কা মেরে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে ২০ ওভারের কোটা পূরণ না করেই ১৯ ওভার ১ বলে ৭৬ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।

শ্রীলঙ্কার ইনিংসের এমন দূর্দশার কৃতিত্ব পুরোটাই দক্ষিন আফ্রিকার বোলারদের। মূলত আনরিখ নরকিয়ার আগুন ঝড়া পেসেই তাসের ঘরের মতো ভেঙে পরে লংকান ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে ৭ রান দিয়ে তিনি শিকার করেছেন ৪ উইকেট। তাছাড়া ২ টি করে উইকেট নিয়েছেন কেশব মাহরেজ ও কাগিসো রাবাদা। 

৭৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌছে যায় দক্ষিণ আফ্রিকা। 

প্রোটিয়াদের হয়ে শুরুতেই একটি বাউন্ডারি হাকিয়ে কামিন্দুর হাতে ধরা পরে রেজা হেনড্রিক্স। এরপর কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম দেখে শুনে ধীরগতিতে চালাতে থাকেন ব্যাট। ডিড কক আউট হয়ে যান ব্যাক্তিগত ২০ রানে এবং মার্করাম আউট হন ১২ রানে৷ ৩ উইকেট হারিয়ে ফেলার পর আরো সতর্ক হয়ে যান প্রোটিয়া ব্যাটাররা। ট্রিস্ট্রান স্ট্যাবস ১৩ রান সংগ্রহ করতে খেলেন ২৮ টা বল! হাসারাঙ্গার বলে স্ট্যাবল আউট হয়ে যাওয়ার পর হেনরিখ ক্লাসেন রান তাড়া করে ছুঁয়ে ফেলেন জয়ের লক্ষ্য। ক্লাসেন অপরাজিত থাকেন ২২ বলে ১৯ রান করে।

শ্রীলঙ্কার হয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১ টি করে উইকেট নেন নুয়ান থুসারা ও দাসুন শানাকা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three