সুপার ওভারের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন সৌম্য সরকার
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 16 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সুপার ওভারের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন সৌম্য সরকার
সুপার ওভারের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন সৌম্য সরকার
মিরপুরের টার্নিং উইকেটে দ্বিতীয় ওয়ানডেতে নাটকীয় লড়াইয়ের পর টাই ম্যাচ গড়ায় সুপার ওভারে। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ১০ রান। জয়ের জন্য ১১ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু আকিল হোসেনের প্রথম বলেই ওয়াইড ও পরের ডেলিভারিতে ‘নো’ হয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি সৌম্য সরকাররা।
সেই নো-বলে ডিপ মিড উইকেটে স্লগ করে মাত্র ২ রান নেন সৌম্য। ফ্রি হিটেও ১ রানের বেশি তুলতে পারেননি। এরপর ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে ফেরেন তিনি ৩ বলে করেন ৩ রান। শেষ পর্যন্ত ১ রানের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ব্যর্থতাই সামনে আনলেন সৌম্য সরকার। তিনি খোলামেলা স্বীকার করলেন, "হয়তো এখানে আমার কোনো ঘাটতি ছিল।"
সৌম্য বলেন, "আজকে তিনটা ফ্রি হিট আমি কাজে লাগাতে পারিনি। এর আগেও আমার অনেক ফ্রি হিট মিস হয়েছে। তবে ওরকম কোনো মানসিক চাপ ছিল না। আমি যে বলগুলো খেলেছি, তার সবগুলোই প্রায় ফ্রি হিট ছিল। আমার লক্ষ্যই ছিল ছয় মারার বা বাউন্ডারি, কিন্তু আমি পারিনি। হয়তো এখানে আমার কোনো ঘাটতি ছিল।"
সুপার ওভারে আউট হওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমার জন্য এটা ব্যর্থতা। একজন বাঁহাতি স্পিনার ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে একটা বাউন্ডারি আদায় করতে পারবো। তবে এটাও ঠিক যে উইকেটটা সহজ ছিল না, সহজে চার ছক্কা মারার মতো ছিল না। বলটা অনেক পুরোনো হয়ে গিয়েছিল।"
শেষ পর্যন্ত এক রানের হারের কষ্টে ভুগলেও নিজের ভুল থেকে শিখে এগিয়ে যেতে চান সৌম্য সরকার।