Image

একই দো'ষে দুই জনকে আলাদা-আলাদা শা'স্তি দিল আইসিসি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
একই দো'ষে দুই জনকে আলাদা-আলাদা শা'স্তি দিল আইসিসি

একই দো'ষে দুই জনকে আলাদা-আলাদা শা'স্তি দিল আইসিসি

একই দো'ষে দুই জনকে আলাদা-আলাদা শা'স্তি দিল আইসিসি

কথার লড়াইয়ে জড়ানো মোহাম্মদ সিরাজ ও ট্রাভিস হেডের শাস্তিমূলক রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আইসিসি। এছাড়া ভারতীয় পেসার সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সিরাজকে আর্থিক জরিমানা হলেও হেডকে জরিমানা করা হয়নি।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ভারতের দ্বিতীয় টেস্টের সময় ঝগড়ার কারণে ট্রাভিস হেডকে তিরস্কার করা হয়েছে এবং মোহাম্মদ সিরাজকে তার ম্যাচ ফির ২০% জরিমানা করা হয়েছে। আইসিসি সিরাজ ও হেডকে একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে। গত ২৪ মাসে উভয় খেলোয়াড়ের এটাই প্রথম অপরাধ।

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮২ তম ওভারে, যখন সিরাজ হেডকে বোল্ড করে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের দিকে ইশারা করে একটি অ্যানিমেটেড বিদায় দেন। মাঠ ছাড়ার আগে হেড মৌখিকভাবে পাল্টা জবাব দেন এবং অনফিল্ড আম্পায়াররাও সিরাজের সঙ্গে কথা বলেন।

পরে সংবাদ সম্মেলনে এসে ট্রাভিস হেড বলেন, আউট হওয়ার পরে তিনি কেবল সিরাজকে "ভাল বোল্ড" বলেছিলেন। কিন্তু সিরাজের অ্যানিমেটেড বিদায় তাকে "বিস্মিত" এবং "হতাশ" করে। সিরাজ অবশ্য হেডের দাবিকে প্রত্যাখ্যান করেছেন, এটিকে "মিথ্যা" বলে অভিহিত করেছেন। জানান, হেড তাকে প্রশংসা করার পরিবর্তে "গালাগালি" করেছে।

আইসিসি এবার শাস্তি দিয়ে জানিয়েছে, মোহাম্মদ সিরিজ খেলোয়াড় ও খেলোয়াড়দের সাপোর্ট স্টাফ আচরণবিধির ২.৫ ধারা ভেঙেছেন। এই ধারায় বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে ব্যাটার আউট হওয়ার পর তার প্রতি এমন কোনো ইঙ্গিত, অঙ্গভঙ্গি কিংবা আচরণ করা, যা তাকে উত্তেজিত করে তোলে।’

অন্যদিকে, অজি ব্যাটার ট্রাভিস হেডকে দোষী সাব্যস্ত করা হয়েছে ২.১৩ নম্বর ধারা লঙ্ঘন করায়। এই ধারায় বলা হয়েছে, 'কোনো খেলোয়াড় অপর খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল, আম্পায়ার বা সাপোর্ট স্টাফদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করলে তিনি দোষী।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three