Image

দলে না থাকায় কষ্ট, জয়ে সান্ত্বনা শ্রেয়াসের কণ্ঠে

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 22 ঘন্টা আগেআপডেট: 49 মিনিট আগে
দলে না থাকায় কষ্ট, জয়ে সান্ত্বনা শ্রেয়াসের কণ্ঠে

দলে না থাকায় কষ্ট, জয়ে সান্ত্বনা শ্রেয়াসের কণ্ঠে

দলে না থাকায় কষ্ট, জয়ে সান্ত্বনা শ্রেয়াসের কণ্ঠে

এশিয়া কাপ ২০২৫-এর স্কোয়াডে শ্রেয়াস আইয়ারের নাম না দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। শিরোনামে না থেকেও  আলোচনায় এসেছেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার, তবে ব্যাটে নয়, এবার কথায়। বাদ পড়ার কষ্ট লুকিয়ে না রেখে সরাসরি বলেই ফেললেন, “হ্যাঁ, এটা হতাশাজনক।” তবে একই সঙ্গে জানালেন, দলের জয়ই তার কাছে শেষ কথা।

সম্প্রতি একটি পডকাস্টে আইয়ার বলেন, “যখন আপনি জানেন যে আপনি দলে থাকার যোগ্য, তখন বাদ পড়া সত্যিই হতাশাজনক। তবে যখন কেউ ধারাবাহিকভাবে ভালো খেলছে এবং দলকে জিতাচ্ছে, তখন তাকে সমর্থন করাটাই সবচেয়ে জরুরি। কারণ শেষ পর্যন্ত দলের জয়ই আমাদের সবার আনন্দের উৎস।”

আইয়ার আরও যোগ করেন, “আমি সবসময় Integrity বা সততার কথা বলি। সুযোগ না পেলেও আপনাকে নিজের কাজ সৎভাবে চালিয়ে যেতে হবে। এটা শুধু তখন নয় যখন কেউ দেখছে, বরং যখন কেউ দেখছে না তখনও আপনাকে দায়িত্ব পালন করতে হবে।”

আইপিএল ২০২৫-এর আসরে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ার ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত ফর্মে। এই আসরে আইয়ার ১৭ ম্যাচে ৫০.৩৩ গড়ে ৬০৪ রান করেন, যা ছিল টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ। যেখানে স্ট্রাইক রেট ছিল ১৭৫.০৭! মোট ৬টি অর্ধশতকের মাঝে যেখানে সর্বোচ্চ ইনিংসটি ছিল অপরাজিত ৯৭ রানের।

অন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও তার ধারাবাহিকতা চোখে পড়ার মতো। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন, আইয়ার ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৪৯.৯৪ গড়ে ৯৪৯ রান করেন। যেখানে  স্ট্রাইক রেট ছিল প্রায় ১৮০'র কাছাকাছি। এই সময়ে আইয়ারের ব্যাট থেকে একটি শতক এবং সাতটি অর্ধশতক আসে, যার মধ্যে সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ১৩০ রানের। 

আগামী ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপের সুপার ৪ পর্ব। গ্রুপ পর্বে ভারতের অবস্থানের ওপর নির্ভর করবে সুপার ৪-এর ম্যাচগুলো কোথায় হবে। গ্রুপ শীর্ষে থাকলে সব ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ে, আর দ্বিতীয় হলে আবুধাবি ও দুবাইয়ে ভাগ করে ম্যাচগুলো খেলা হবে। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
 

Details Bottom