Image

শান্ত ইস্যুতে কিছুই জানেন না তাইজুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শান্ত ইস্যুতে কিছুই জানেন না তাইজুল

শান্ত ইস্যুতে কিছুই জানেন না তাইজুল

শান্ত ইস্যুতে কিছুই জানেন না তাইজুল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজ শেষে নাজমুল হোসেন শান্ত আর বাংলাদেশ দলের অধিনায়ক থাকতে চান না। অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শান্ত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তা জানিয়েও দিয়েছেন। তবে চট্টগ্রাম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে আসা তাইজুল ইসলাম বলেছেন, তিনি শান্ত ইস্যুতে জানেন না কিছুই। 

অধিনায়ক হয়েছেন আট মাসও হয়নি। নাজমুল হোসেন শান্ত আর বাংলাদেশ দলের অধিনায়ক থাকতে চান না। শান্ত যদি তাঁর সিদ্ধান্তে বহাল থাকেন, তাহলে বিসিবিকে স্বাভাবিকভাবেই বিকল্প অধিনায়ক খুঁজতে হবে। নিজে অধিনায়ক হবার ইচ্ছা পোষণ করলেও তাইজুল জানেন না শান্তর নেতৃত্ব ছাড়তে চাওয়ার খবর। 

শান্তর অধিনায়কত্ব ছাড়তে চাওয়া ইস্যুতে তাইজুলের বক্তব্য, 'আসলে এ বিষয়ে আমি কিছু শুনি নাই। এটা আমার পার্টও না। এই বিষয়ে আমি সঠিকটা জানি না।' 

'ক্যাপ্টেন কে হবে এরকম টিম মিটিং কখনই হয়নি। আমি জানিই না ভাই এ বিষয়ে।' 

সিরিজের মাঝখানে অধিনায়কের পদত্যাগের গুঞ্জন, এসব কতটা প্রভাব ফেলে? তাইজুল বললেন, 'এটা টিম গেম। টিম কী করে ভালো থাকবে এটাই ইম্পরট্যান্ট। প্রভাব হয়ত কেউ কেউ নিতে পারে, কেউ কেউ নির্ভার থেকে নিজের কাজ করে যেতে পারে। আমি সবসময় নির্ভার থেকে নিজের কাজ করার চেষ্টা করি। দলে এসব যখন ঘটে জানি না কে কীভাবে নেয়, সবার মানসিকতা একরকম না। প্রশ্নটা গভীর, এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। ম্যানেজমেন্ট বা বোর্ডের মিটিংয়ে আমি বা খেলোয়াড়রা থাকে না। কোচ ক্যাপ্টেন কে হচ্ছে এটা আসলে আমাদের পার্ট না।' 

Details Bottom