ভারত সিরিজ দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ
-
1
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
2
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
-
3
পাকিস্তান সিরিজ দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের মাটিতে
-
4
শুরুতেই জোড়া আঘাত রিশাদের, তবু মেলবোর্ন স্টার্সের কাছে হার হোবার্টের
-
5
হেডের অপরাজিত ১৪২ রানে অ্যাশেজে অজিদের কাছে ধরাশায়ী ইংল্যান্ড
ভারত সিরিজ দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ
ভারত সিরিজ দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ
ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হাসান শান্তর মতে, এই সিরিজ দিয়েই ২৬ এর বিশ্বকাপের কথা মাথায় রেখে ভিন্ন এপ্রোচে খেলা শুরু করবে বাংলাদেশ।
ভারতের গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত জানান, "এই সিরিজ থেকে দেখতে পারবেন সবাই ভিন্ন এপ্রোচে খেলছে। সবাই জেতার জন্য খেলবে। এই খেলোয়াড়দের সাথে হয়ত আরও ৪-৫ জন যুক্ত হবে যারা ২০২৬ বিশ্বকাপে খেলবে। এই সিরিজ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে। ছাব্বিশের চিন্তা মাথায় রেখেই সিরিজ শুরু করব।"
নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তা নেই শান্তর। তিনি বললেন, "আমার পারফরম্যান্স নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। বিশ্বাস করি আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারব। টি-টোয়েন্টিতে শেষের দিকে দুটো ভালো ইনিংস ছিল বিশ্বকাপে। চেষ্টা করব এই সিরিজে অবদান রাখার।"
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে পেছনে ফেলে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই মনোযোগ দিতে চায় শান্ত বাহিনী, "টেস্ট সিরিজ শেষ। আমরা সবাই জানি সেখানে ভালো খেলতে পারিনি। যা হয়ে গেছে তা নিয়ে আর ভাবতে চাই না। সামনে খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। টি-টোয়েন্টি পুরো ভিন্ন বলের খেলা। নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সে-ই জিতবে। এই মাঠটা নতুন, তেমন কোনো ধারণা নেই মাঠ নিয়ে। তবে গত ক’দিন আমরা অনুশীলন করেছি। উইকেট কেমন করতে পারে তা নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করছি। আন্তর্জাতিক দল হিসেবে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। আশা করছি ভালো ক্রিকেট উপহার দিতে পারব।"
ভারতের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় বাংলাদেশ জানালেন শান্ত, "সত্যি বলতে আমরা সিরিজ জিততে চাই। আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। গত বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলার খুব ভালো একটা সুযোগ পেয়েছিলাম।"
