Image

শামি তার আইপিএল ভবিষ্যদ্বাণীর জন্য মাঞ্জরেকারকে নিন্দা করেছেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শামি তার আইপিএল ভবিষ্যদ্বাণীর জন্য মাঞ্জরেকারকে নিন্দা করেছেন

শামি তার আইপিএল ভবিষ্যদ্বাণীর জন্য মাঞ্জরেকারকে নিন্দা করেছেন

শামি তার আইপিএল ভবিষ্যদ্বাণীর জন্য মাঞ্জরেকারকে নিন্দা করেছেন

মোহাম্মদ শামি তার আইপিএল মূল্য ট্যাগ সম্পর্কে সঞ্জয় মাঞ্জরেকারের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। গুজরাট টাইটান্সের হয়ে ৩৪ ম্যাচে ৪৮ উইকেট নেওয়া সত্ত্বেও শামিকে রিটেইনড না করায় আইপিএল ২০২৫ মেগা নিলামে শামি হাতুড়ির নিচে যাবে।

তারকা ভারতীয় পেসার মোহাম্মদ শামি বৃহস্পতিবার (২১ নভেম্বর) ইনস্টাগ্রামে প্রাক্তন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার সঞ্জয় মাঞ্জরেকারকে তার ভবিষ্যদ্বাণীর জন্য নিন্দা জানিয়েছেন। মাঞ্জরেকার বলেছিলেন যে শামি সাম্প্রতিক অতীতে তার ফিটনেস সংগ্রামের কারণে আসন্ন আইপিএল ২০২৫ মেগা নিলামে দামের ট্যাগ হ্রাস দেখতে পাবেন। 

প্রায় ১ বছর পর চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন শামি। অনেকটা সময় ক্রিকেটের বাইরে থাকার জন্যই শামির দাম কমতে পারে বলেই অনুমান করেছিলেন মাঞ্জরেকার। স্টার স্পোর্টসে মাঞ্জরেকার বলেন, 'অবশ্যই দলগুলোর কাছ থেকে আগ্রহ থাকবে, কিন্তু শামির ইনজুরির ইতিহাস এবং সেরে উঠতে উল্লেখযোগ্য পরিমাণে সময় নিয়েছে।' 

সঞ্জয় মাঞ্জরেকার অবশ্য আগাম আভাস দিয়েছেন শামির মূল্য আগামী নিলামে কমতে পারে। এই ইস্যুতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে কটাক্ষ করলেন শামি, 'বাবার জয় হোক, সঞ্জয় জি কিছু জ্ঞাণ আপনি আপনার নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখুন। কারোর নিজের ভবিষ্যত জানতে হলে স্যারের সঙ্গে যোগাযোগ করুন।'

শামি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর সাত ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন, গত এক বছরে শুধুমাত্র একটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। ইনজুরিজনিত সমস্যার কারণে ৩৪ বছর বয়সী পেসার শামি আইপিএল ২০২৪ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ মিস করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্যও ভারতের ১৮ সদস্যের দলে অন্তর্ভুক্ত হননি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three