সাকিবকে দল থেকে বাদ দেওয়ার প্রশ্নে যা বললেন শান্ত
সাকিবকে দল থেকে বাদ দেওয়ার প্রশ্নে যা বললেন শান্ত
সাকিবকে দল থেকে বাদ দেওয়ার প্রশ্নে যা বললেন শান্ত
চেন্নাইয়ে বড় পরাজয় বাংলাদেশের। ৫১৫ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২৩৪ রানে অলআউট বাংলাদেশ, ভারতের ২৮০ রানের জয়। গেল পাকিস্তান সিরিজ থেকে সাদা পোশাকে সাকিবের রানখরা চলছেই। মাঝে ইংলিশ কাউন্টিতে গিয়ে বল হাতে ৯ উইকেট শিকার করলেও ব্যাটিংয়ে নিষ্প্রভ ছিলেন। এখন কি তাহলে সাকিবকে একাদশের বাইরে রাখার সময় এসেছে? অধিনায়ক শান্ত এমন প্রশ্ন শুনে অনেকটা অবাকই হয়েছেন। রানে ফেরার জন্য সাকিব যা যা করছেন, শান্তকে আবারও বলতে হলো গণমাধ্যমের সামনে।
চেন্নাই টেস্ট হারের পর প্রশ্নবিদ্ধ সাকিবের দলে জায়গা পাওয়া নিয়ে। টেস্টে সাকিব আল হাসান সর্বশেষ ফিফটি পেয়েছিলেন গত বছরের এপ্রিলে, মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে গত ৭ ইনিংসে কোনো ফিফটি নেই তার ব্যাটে। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৬৪ বলে ৩২ রান করে ফিরেন সাকিব। দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার আগে ৫৬ বলে ৩ চারে ২৫ রান।
৪ উইকেটে ১৫৮ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হাতে থাকা বাকি ৬ উইকেট নিয়ে বাংলাদেশ করতে পারে আর কেবল ৭৭ রান। সকালের সেশন শেষের আগেই অলআউট বাংলাদেশ, ভারতের ২৮০ রানের জয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা অধিনায়ক শান্তকে গণমাধ্যমের প্রশ্ন, সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়া হবে কি না?
‘খুব সাহসী প্রশ্ন! মাশাআল্লাহ্!’‘অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না, দলের প্রতি ইন্টেনশনটা কী রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না।’