সিপিএলে সাকিবের ঝলকের পরেও বাদ পড়লো অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 2 মিনিট আগে
সিপিএলে সাকিবের ঝলকের পরেও বাদ পড়লো অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস
সিপিএলে সাকিবের ঝলকের পরেও বাদ পড়লো অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে ব্যাট হাতে আবারও নিজের চেনা রূপে ফিরলেন সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে শেষ দিকে তার ব্যাটের ঝড় না উঠলে দলের ইনিংস আরও ভঙ্গুর হয়ে যেত। যদিও সাকিবের বিধ্বংসী ক্যামিও সঙ্গী হয়নি অন্যদের ব্যাটে, শেষ পর্যন্ত ফ্যালকনসকে থামতে হয়েছে ১৬৬ রানে। তবে শেষ পর্যন্ত জিততে পারেনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। তাদের ৯ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার দুইয়ে জায়গা করে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।
দিনের শুরুটা অবশ্য অ্যান্টিগার জন্য স্বস্তিদায়ক ছিল না। ইনিংসের প্রথম দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কাজটা করেন আমির জাঙ্গু ও আন্দ্রিস গুস। দ্বিতীয় উইকেটে তারা গড়ে তোলেন দারুণ এক জুটি। প্রায় একশোর বেশি রান যোগ করা এই জুটিই দলের ভরসা হয়ে ওঠে। জাঙ্গু ধীরস্থির ব্যাটিংয়ে ৪৯ বলে করেন ৫৫ রান, অন্যদিকে গুস খেলেন আরও আক্রমণাত্মক ভঙ্গিতে, তার ব্যাট থেকে আসে ৪৫ বলে ৬১ রান।
তবে তাদের বিদায়ের পরই অ্যান্টিগার ব্যাটিং লাইনআপ যেন ধসে পড়ে। একের পর এক ব্যাটার দ্রুত সাজঘরে ফেরায় স্কোরবোর্ডে চাপ বাড়তে থাকে। ফাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম কিংবা উসামা মির—কেউই দুই অঙ্কে যেতে পারেননি। একসময় মনে হচ্ছিল ১৫০ রান ছোঁয়াও কঠিন হয়ে দাঁড়াবে।
এমন পরিস্থিতিতেই ক্রিজে আসেন সাকিব আল হাসান। ১৮তম ওভারে নামা এই অলরাউন্ডার শুরু থেকেই দেখান আক্রমণাত্মক মনোভাব। সুনীল নারাইনের এক ওভারে টানা তিনটি চার ও একটি ছক্কায় ১৮ রান তুলে নেন তিনি। পরের ওভারগুলোতেও চালিয়ে যান ব্যাটের তাণ্ডব। শেষ পর্যন্ত মাত্র ৯ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলে দলকে এনে দেন লড়াই করার মতো সংগ্রহ।
অ্যান্টিগার ইনিংসে জাঙ্গু ও গুসের দায়িত্বশীল জুটি আর সাকিবের ঝলমলে ক্যামিও ছাড়া উল্লেখ করার মতো কিছু ছিল না। অন্যরা ব্যর্থ হওয়ায় ২০ ওভার শেষে দল থেমে যায় ১৬৬ রানে।
রান তাড়া করতে নেমে ১৭.৩ ওভারেই জয় নিশ্চিত হয় ত্রিনবাগোর। হেলস করেন ৪০ বলে ৫৪ এবং পুরান ৫৩ বলে অপরাজিত থাকেন ৯০ রানে। সাকিব ৩ ওভারে ২৪ রান দিয়েও কোনও উইকেট পাননি।